নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ব্যায়ামাগারে (জিম) গোপনে ভিডিও ধারণের প্রতিবাদ করায় এক গৃহবধূসহ দুইজনকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। এই ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে মামলা দায়েরের পর জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব সহ তিন আসামী দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে এই ঘটনা বাদির দায়ের করা এজহার অনুযায়ী সদর মডেল থানা পুলিশ মামলা নথিভুক্ত না করে একটি নরমাল মামলায় রূপান্তরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় মোবাইলে গোপনে ভিডিও ও ছবি তোলার কোন ধারা মামলা এফআইআর এ উল্লেখ করা হয়নি। পাশাপাশি জব্দ করা হয়নি ভিডিও ধারণে ব্যবহার করা আসামীদের মোবাইল ফোন।
এনিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মামলার বাদি ব্রাহ্মণবাড়িয়া আদালতের এপিপি মাসুদুর রহমান (সোহাগ)। তিনি অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর কোন উপায় না দেখে আমি ৯৯৯: এ কল দিলে পুলিশ আসে। পরে সেখান থেকে আসামীদের আটক করে নিয়ে যাওয়ার সময় আমি উপস্থিত পুলিশ সদস্যদের বলেছি, যেহেতু ঘটনার সূত্রপাত মোবাইলে ছবি-ভিডিও ধারণ করা নিয়ে তাই আসামীর মোবাইল জব্দ করুন। কিন্তু তারা আমার কথায় কর্ণপাত করেননি। শুধু বলছিলেন, সাথে কোন নারী পুলিশ সদস্য নেই। একটি মোবাইল জব্দ করতে নারী পুলিশ সদস্যের প্রয়োজন কি হয়! রাতে আমি থানায় লিখিত এজহারে বিস্তারিত উল্লেখ করে জমা দিয়েছি। সেখানে মোবাইলে ভিডিও ধারণের কথা বলা হয়েছে। সেই এজহারেই মামলাটি নথিভুক্ত করলেন। কিন্তু এফআইআরের প্রাথমিক তথ্য বিবরনীতে মোবাইলের ভিডিও ধারণের কোন বিষয় উল্লেখ নেই। আসামীদের বিরুদ্ধে শুধু মারধোর ও চুরির ধারা যুক্ত করে মামলাটি এফআইআর করা হয়েছে। আদালতে সেই বিষয়টি নজরে এসেছে।
এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার পরিদর্শক সুমন চন্দ্র বনিক বলেন, ‘মোবাইলটিতে কিছু খুঁজে পাওয়া যায়নি। তাই সেই ধারা যুক্ত করা হয়নি। তাই মোবাইলটি জব্দ করা হয়নি।’ মোবাইল থেকে তো কেটেও ফেলা যায়। লিখিত এজহারে যেহেতু মোবাইলে ভিডিও করার অভিযোগ আনা হয়েছে, সেই অনুযায়ী মোবাইলটি জব্দ হওয়ার কথা৷ তা ফরেনসিকে পাঠানোর কথা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইলটি আমাদের এক সদস্যের কাছে। তা প্রয়োজনে জব্দ করা হবে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘মামলাটি কোন ধারায় উল্লেখ করা হয়েছে, তা আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ, গোপনে ভিডিও ধারণের প্রতিবাদ করায় দুই নারীসহ তিনজনকে গতকাল বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস ক্লাব নামক একটি জিমে পরিচালক জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূইয়া বিপ্লব, জিমের ফিটনেস ট্রেইনার মিতু আক্তারের বিরুদ্ধে দলবদ্ধ ভাবে মারধোরে অভিযোগ উঠে। ৯৯৯ এর কল পেয়ে এই ঘটনা পুলিশ ঘটনাস্থল থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি বিপ্লব সহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থেকে জেলা ছাত্রলীগের আরেক নেতাসহ কয়েকজন রাতেই থানায় তদবির করতে থাকেন। পরে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে আদালতে পাঠায় পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ‘জনতার খবর’ এর কার্যালয়ে এক সাধারণ সভায় তিতাস হুমায়ূনকে সভাপতি ও আব্দুল মতিন শিপনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, ফাহিম মুনতাসির -সিনিয়র সহ-সভাপতি, ইফতাখারুল হক সোহান- সহ-সভাপতি, আদিত্ব্য কামাল- সহ-সভাপতি, যোবায়ের রহমান অন্তর, কোহিনূর আক্তার প্রিয়া – সহ-সভাপতি, শাহাদাত হোসেন সোহেল – সহ-সভাপতি, এমএম ইকরাম – সহ-সভাপতি, শরিফ উদ্দিন – সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ভূঁইয়া জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল হাসান, সহ-সম্পাদক ইকরাম হোসেন, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – মুস্তাকিম সিকদার মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএফ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক রূপম ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিউর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক জুয়েনা বিনোদীনি, সংস্কৃতি সম্পাদক আরিফুল উসমান, কার্যকরী সদস্য সুমন সাহা, গাজী তানবীর কার্যকরী সদস্য, মিজান সরকার কার্যকরী সদস্য।
আগামী ২০২৩-২৪ ইংরেজি সাল পর্যন্ত এ কমিটি বলবত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রচন্ড শীতে বেদেপল্লিতে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুরে আশ্রয়ণ প্রকল্পের ৭৪টি বেদে পরিবারের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের ঘর-জমি নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন। এ আশ্রয়ণ প্রকল্পে বেদে সম্প্রদায়ের পরিবারের জায়গা হয়েছে। তারা যেন বিভিন্ন কাজকর্মের মাধ্যমে সমাজে স্বীকৃতি পান সেই বিষয়টি দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা তাদের শীত নিবারণের চেষ্টা করতে পেরে আনন্দিত। একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউল হক মীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লোকমান হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মনোয়ারা (৫০) নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।আটক মনোয়ারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আশাবাড়ী গ্রামের মৃত তোতা মিয়া ওরফে পাগলা বাহারের স্ত্রী। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাহিদ আহাম্মেদ জানান, ওই সেতুর টোলপ্লাজায় নিয়মিত টহলের সময় বাসের যাত্রী মনোয়ারাকে ইয়াবাসহ আটক করা হয়। তিনি তার কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় ইয়াবার প্যাকেটগুলো ফিটিং করে রেখেছিলেন। তাকে দেখে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের সময় তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে নিজ হাতে শরীরের বিভিন্ন অংশ থেকে কাল ও নীল পলিথিনে মোড়ানো ৬০টি প্যাকেট বের করে দেন। যার মধ্যে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।এ ঘটনায় এসআই মামুনুর রশীদকে বাদী করে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
কোহিনূর আক্তার প্রিয়া : ব্রাহ্মণবাড়িয়া বিউটি পার্লার এসোসিয়েশন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় ব্রাহ্মণবাড়িয়া বিউটি পার্লার এসোসিয়েশন এর আয়োজনে হালদারপাড়া পার্টি অফিসে শুভ উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ফাহিমা খাতুন, সাবেক মহাপরিচালক (গ্রেড-১) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, ও উপাচার্য (ভারপ্রাপ্ত) ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট তাসলিমা নিশাত, জজকোর্ট ব্রাহ্মণবাড়িয়া, শ্রেষ্ঠ জয়িতা চট্টগ্রাম বিভাগ, ও সভাপতি জেলা মহিলা ক্রীড়া সংস্থা ব্রাহ্মণবাড়িয়া।
এতে আরও উপস্থিত ছিলেন, রংধনু বিউটি পার্লার এর সত্ত্বাধিকারী শাহিন আজিজ, উর্মি বিউটি পার্লার এর সত্ত্বাধিকারী নাইমা আহমেদ উর্মি, লায়লা জেসমিন রুনা, জান্নাতুল জাহান, আসমা আক্তার, তানিয়া আক্তার, আকলিমা আঁখি প্রমুখ।