ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

Adithay Kamal রাজনীতি, 18 July 2023, 764 Views,
নিউজ ডেস্ক : সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) কর্মসূচী সফল করতে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পাশে জড়ো হয়।
পরে সেখান থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবের উদ্যেশে পদযাত্রা শুরু করে ফারুকী বাজার এলাকায় পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য দ্রত সরকারকে পদত্যাগ আহবান জানান।