নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বাবু রতন কান্তি দত্ত’র শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জাহাঙ্গীর সানলাইফ হাসপাতালের হলরুমে এতে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ফোরাম উপদেষ্টা প্রফেসর অমৃত লাল সাহা, জেলা নাগরিক ফোরাম সভাপতি পীযূষ কান্তি আর্চায্য, জেলা নাগরিক ফোরাম সহ-সভাপতি কমরেড নজরুল ইসলাম, ফয়সাল আহমেদ ওয়াকার জেলা নাগরিক ফোরাম সহ সভাপতি সাবের হোসেন রনি, আখাউড়াস্থ সমিতির সভাপতি এড হুমায়ুন কবির, জেলা নাগরিক ফোরাম আইন বিষয়ক সম্পাদক এড উত্তম কুমার, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, জেলা খেলাঘর সদস্য বিদ্যুৎ বৈদ্য, জনতার খবর সম্পাদক আদিত্ব্য কামাল, অংকুর শিশু কিশোর সংগঠন প্রতিষ্ঠা আনিসুর রহমান রিপন, কণ্ঠশিল্পী জয়নাল আবেদিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপন।
নিজস্ব প্রতিবেদক : তিতাস বার্তা পরিবার ও ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদ এর আয়োজনে মহান ভাষা দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খাঁন লাভলু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকতা সেলিম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ব্রাহ্মণবাড়িয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস বার্তা’র আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট মাহবুবুল আলম খোকন, পিপি জজ কোর্ট ব্রাহ্মণবাড়িয়া। আলহাজ্ব শাহজাদা খাদেম, প্রধান উপদেষ্টা, তিতাস বার্তা। কাজী সেলিম রেজা, সাবেক সভাপতি, রিয়াদ আওয়ামীলীগ ও বিশিষ্ট সমাজ সেবক। এইচ এম জাকারিয়া জাকির নির্বাহী সম্পাদক জনতার খবর। মো. মিজানুর রহমান সাবেক আহবায়ক জেলা আওয়ামীলীগ। ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পারিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তৌছির। বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিতাস বার্তা’র সম্পাদক এম, এ মতিন সানু, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুল হক রিপন।
সার্বিক সহযোগীতায় ছিলেন, আদিত্ব্য কামাল সম্পাদক জনতার খবর, হাবিব মোমেন সহ-সম্পাদক তিতাস বার্তা, সামসুন নাহার জেনী মহিলা সম্পাদিকা তিতাস বার্তা, হোসেন সরকার জয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন, আনিসুল হক রিপন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হাবিবুর রহমান’কে, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এইচ এম জাকারিয়া জাকির, সাংবাদিকতায় জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, তিতাস বার্তা’র মহিলা বিষয়ক সম্পাদক সামসুন নাহার জেনী, তিতাস বার্তা’র নাসিরনগর প্রতিনিধি মো. বকুল হোসেন খাঁন’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, অংকুর শিশু-কিশোর সংগঠনে শিল্পী বৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে অভিমান করে জুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নবীনগর পৌরসভার পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জুমা আক্তার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামের দক্ষিণ পাড়ার আবু লাল মিয়ার মেয়ে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ বছর আগে জুমা আক্তারকে নবীনগরের শিবপুর গ্রামের মো. রাশেদ মিয়ার ছেলে সৌদি প্রবাসী ইয়াকুব মিয়া কাছে পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে নবীনগর পৌরসভার পশ্চিম পাড়া এলাকায় তারা থাকেন। তাদের সংসারে জাকারিয়া নামে একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর থেকেই ছোটখাটো বিষয় নিয়ে একাধিকবার শ্বশুর-শ্বাশুড়ি ও ছোট জাঁ আফরোজার হাতে মার খেতে হয়েছে। দুদিন আগেও জুমাকে মারধোর করেছে তারা৷ এসব বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে অভিমান করে জুমা কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেন।
জুমার বাবা আবু লাল মিয়ার অভিযোগ, শ্বশুর-শ্বাশুড়ি ও ছোট জাঁ জুমাকে পিটিয়ে হত্যা করেছে। জুমা কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যার পর কীটনাশক ওষুধ খাওয়ানো হয়েছে। এ ঘটনায় আইনগত সহযোগিতা চেয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে. নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন বলা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে দরিদ্রের শীতবস্ত্র ও শিল্পীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সুর সম্রাট দি-আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে এ শীতবস্ত্র ও উপহার বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পারিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম তৌছির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গানের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি আব্দুল মান্নান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মো. শামীম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া শাহীন, তিতাস বার্তা’র সম্পাদক ও প্রকাশক আব্দুল মতিন শানু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সাবেক পরিচালক তোফাজ্জল হোসেন, রোকেয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি রোকেয়া রহমান কেয়া, পিস ভিশন বাংলাদেশের সভাপতি এডভোকেট শেখ জাহাঙ্গীর, বিশিষ্ট নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া, কবির কলমের সভাপতি তিতাস হুমায়ূন, কবি আজীজা সোপান।
আরো উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের সহ-সভাপতি শূফিগুরু শাহাজাদ খান, সহ-সভাপতি শাহাদত হোসেন, সোহেল, সাধারণ সম্পাদক আদিত্ব্য কামাল, সাংগঠনিক সম্পাদক মিজান সরকার, প্রচার সম্পাদক জিন্নাত নারজিয়া স্নিগ্ধা প্রমুখ।
এতে শতাধিক দরিদ্রদের শীতবস্ত্র ও অর্ধশতাধিক কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘মো. শামীম হোসেন, ‘মো. আবুল আজাদ’, ‘মো. শফিকুল ইসলাম তৌছির’, ‘শূফিগুরু শাহাজাদ খান’ ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ‘আদিত্ব্য কামাল’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নান্দনিক উপস্থাপক আবদুল মতিন শিপন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আমানুল্লাহ মুর্তজা।