আখাউড়ায় বসতবাড়ি থেকে ৩০ কেজি গাঁজাসহ যুবক আটক

Dainikpatrika বিনোদন, 14 June 2023, 963 Views,

  জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসতবাড়ি থেকে ৩০কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার সময় উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোবারক উরফে ইদন। তিনি সেনারবাদী গ্রামের মো: জাহার মিয়ার ছেলে । পুলিশ জানান, মোবারক প্রকাশ ইদন এর মালিকানাধীন একচালা টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলামের নেতৃত্বে, এস.আই, মোবারক আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামের মোঃ জাহার মিয়ার ছেলে মোঃ মোবারক প্রকাশ ইদন এর বসতবাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। মাদক বিরোধী পুলিশের এই অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে