স্বত্ব © 2024 দৈনিক পত্রিকা |
সম্পাদক ও প্রকাশক: উবায়দুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জুয়েল মিয়া প্রতিষ্ঠাতা: পি বা লিজন।সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়- পাইকপাড়া,লোকনাথ দিঘীর পাড়,পৌর কমিউনিটি সেন্টার ২য় তলা, ব্রাহ্মণবাড়িয়া।দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন।newsdainikpatrika@gmail.com মোবাইল নাম্বার 01751406352,01715958768
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুতি চলছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে। তাদের এ প্রস্তুতির মধ্যে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন উভয় দলের শক্তির বিষয়ে তার চিন্তাভাবনার কথা ব্যক্ত করেন। খবর ক্রিকেট পাকিস্তানের। অস্ট্রেলিয়া ভারতের কাছ থেকে কী ধরনের সুবিধা নিতে পারে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে হেইডেন স্কোর বোর্ডে রান করার গুরুত্ব তুলে ধরেন। রানের বিষয়টি বলতে গিয়ে তিনি স্টিভ স্মিথ, বিরাট কোহলি এবং বাবর আজমের ব্যাটিং দক্ষতার প্রশংসা করেন। যাদের তিনি আধুনিক যুগের গ্রেট বলে মনে করেন। এই তিন ব্যাটসম্যানকে ব্যতিক্রমী প্রতিভা হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের প্রশংসা করেন হেইডেন। তিনি তাদের ‘জীবনে একবার এবং এ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে একবার’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের ক্ষমতা এবং কৃতিত্ব তাদের সমবয়সিদের থেকে আলাদা মনে করেন তিনি। হেইডেন অস্ট্রেলিয়ান দলে মার্নাস লাবুশেন এবং প্যাট কামিন্সের অবদানের কথা স্বীকার করেছেন। লাবুশেন একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং অধিনায়ক ও শক্তিশালী ফাস্ট বোলার হিসেবে কামিন্সের ভূমিকা অস্ট্রেলিয়ান লাইনআপে আরও শক্তি জুগিয়েছে। হেইডেন বলেন, ‘একটি বড় খেলায় স্কোর বোর্ডে রান গুরুত্বপূর্ণ। স্টিভ স্মিথ রান তৈরিতে একজন উস্তাদ। আপনি যদি আধুনিক সময়ের গ্রেটদের কথা ভাবেন তাদের মধ্যে স্মিথ, কোহলি ও বাবর আজম অন্যতম। তারা জীবনে একবার এবং এ প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে একবারই। তিনি আরও বলেন, স্মিথ প্রথাবিরোধী কিন্তু কার্যকর ব্যাটিংয়ের জন্য পরিচিত। বেশ কয়েক বছর ধরে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাটার। ধারাবাহিকভাবে রান করা এবং বোলারদের ওপর আধিপত্য বিস্তারের ক্ষমতা তাকে তার প্রজন্মের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে খ্যাতি এনে দিয়েছে। কোহলিকে নিয়ে তিনি বলেন, ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কোহলি এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটে এক প্রভাবশালী ব্যক্তি। তিনি আক্রমণাত্মক এবং আবেগপূর্ণ খেলার জন্য পরিচিত। কোহলিকে সমসাময়িক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে অনুপ্রেরণামূলক ব্যাটসম্যানদের একজন হয়ে উঠেছেন বলে মনে করেন হেইডেন। তিনি বলেন, বাবরের মার্জিত স্ট্রোকপ্লে এবং দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা আনন্দিত করে তোলে। বাবরের হৃদয়গ্রাহী পরিসংখ্যান এবং ধারাবাহিক পারফরম্যান্স বিশ্বের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে তার স্থানকে শক্তিশালী করেছে। সূত্রঃ যুগান্তর
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ সকারের লিগের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মেসি চাপ এড়ানোর জন্যই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বলে মনে করেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং সার্ভিস টুইচে জাভি বলেন, ‘পিএসজিতে এই দুটি বছর তার ভালো কাটেনি এবং এখন সে সেই ধরনের চাপ আর নিতে চায় না। এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিও আমাদের সাহায্য করেনি। তবে এটা লিওর সিদ্ধান্ত এবং আমাদেরকে তা সম্মান করতে হবে, সে ইতিহাসের সেরা। বার্সেলোনায় ফিরলে মেসির ওপর চাপ আরও বাড়তো বলে মনে করেন জাভি। তিনি আরও বলেন, ‘অনেক সময় এমন ঘটে যে আপনি কোনো কিছু চান কিন্তু পরিস্থিতি আপনাকে সাহায্য করে না। সে খুব ভালোভাবে সবকিছু ব্যাখ্যা করেছে। সে তার ওপর থাকা চাপ কমাতে চায় এবং যদি সে এখানে ফিরত, তাহলে তার জন্য চাপ বেড়ে দশে দশ হয়ে যেত। সূত্রঃ ইত্তেফাক
ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন আমেরিকাতে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গতকাল সোমবার দেশে ফিরেছেন এই অলরাউন্ডার।
দেশে ফিরে আজ দুপুরে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতে দেখা যায়। এর আগে আজ মঙ্গলবার সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে দেখা গেছে আমেরিকাতে সাকিব বেশ ব্যস্ত সময় পার করছেন তার ছেলে-মেয়েদের সঙ্গে।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ জুন। আর রশিদ খানের দল বাংলাদেশে পা রাখবে ১০ জুন। যদিও আসন্ন এই সিরিজে খেলবেন না অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে এই সিরিজের আগেই ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
সূএ-যুগান্তর
হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্বোত্তর ভারতের সঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস, বন্দরের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের বরাত দিয়ে ওই ব্যবসায়ী নেতা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের আগেই জানানো হয়।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উপলক্ষ্যে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল শুক্রবারও পূর্বোত্তর ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন কুমার দাস জানান, আমদানি বন্ধ থাকলেও ওই দুদিন বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আর্জেন্টিনায় বাংলাদেশ ফুটবল ক্লাব লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনা আগে থেকেই ছিল। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ার কল্যালণে যা নজর কাড়ে আর্জেন্টিনার মানুষেরও। তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে এবার আর্জেন্টিনার বুকে ‘দেপোর্তিবো বাংলাদেশ’ নামে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাতাদের একজন লিয়ান্দ্রো গালিচিও। যিনি শুরু থেকেই বাংলাদেশের একজন ‘পাগলা’ ভক্ত।
বাংলাদেশের নামে প্রতিষ্ঠিত ক্লাবটি শুধু নামেই সীমাবদ্ধ নয়, দেপোর্তিবো বাংলাদেশের জার্সিজুড়ে লাল-সবুজের দেশের প্রতিচ্ছবি। জার্সিতে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেইন্ট মার্টিনের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। জার্সি ও ব্যাজের পরতে পরতে আছে বাংলাদেশের পতাকা, মানচিত্র ও ইতিহাস। দেপোর্তিবো বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের ইচ্ছা কোনো একদিন বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলতে চান তারা।
সূত্রঃ যুগান্তর
নিজস্ব প্রতিবেদক
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করে বিশ্ব কাপ সেমিফাইনালের দৌঁড়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো অস্ট্রেলয়া। আজ বিশ্ব কাপ নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৩ রানে হারিয়েছে ইংলিশদের। এই জয়ে ৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থান ধরে রাখলো অসিরা। পক্ষান্তরে এই হারে বিশ্ব কাপ সেমিফাইনাল খেলার শেষ হয়ে গেল ইংল্যান্ডের। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতেই থাকলো ইংল্যান্ড।প্রথমে ব্যাট করে মার্নাস লাবুশেনের ৭১ রানে ৪৯ দশমিক ৩ ওভারে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১১ বল বাকী থাকতে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।আহমেদাবাদে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওভারেই ১১ রান করা হেডকে পিরিয়ে দেন পেসার ওকস। বেশি দূর যেতে পারেননি ওয়ার্নারও। ব্যাক্তিগত ১৫ রানে থামেন তিনি।৩৮ রানের দুই ওপেনারকে হারানোর পর অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। দেখেশুনে খেলে ৯৬ বলে ৭৫ রান যোগ করেন তারা। ২২তম ওভারে স্মিথ-লাবুশেনের জুটি ভেঙ্গে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আদিল রশিদ। ৩টি চারে ৫২ বলে ৪৪ রান তুলে আউট হন স্মিথ।স্মিথের পর পাঁচ নম্বরে নামা জশ ইংলিশকে ৩ রানে আউট করে অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় আঘাত হানেন রশিদ। এতে ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অসিরা।চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন লাবুশেন। হাফ-সেঞ্চুরির জুটি গড়ার পথে নিজেও ওয়ানডেতে দশম অর্ধশতক করেন লাবুশেন। ৩৩তম ওভারে লাবুশেনকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার মার্ক উড। ৭টি চারে ৮৩ বলে ৭১ রান করেন লাবুশেন। গ্রিনের সাথে ৫৯ বলে ৬১ রান যোগ করেন লাবুশেন।দলীয় ১৭৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে লাবুশেন ফেরার পর অস্ট্রেলিয়ার রান ২শ পার করেন গ্রিন ও মার্কাস স্টয়নিস। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন গ্রিন। পেসার ডেভিড উইলির প্রথম শিকার হওয়ার আগে ৫টি চারে ৫২ বলে ৪৭ রান করেন গ্রিন। দলের রান আড়াইশ যাবার আগে নামের পাশে ৩৫ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরেন স্টয়নিস। ৪৪তম ওভারের মধ্যে স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পরও লোয়ার অর্ডারদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৩ বল বাকী থাকতে অলআউট হবার আগে ২৮৬ রান করে অসিরা। শেষদিকে, এডাম জাম্পা ৪টি চারে ১৯ বলে ২৯, অধিনায়ক প্যাট কামিন্স-মিচেল স্টার্ক ১০ রান করে করেন। ইংল্যান্ডের ওকস ৫৪ রানে ৪টি, উড-রশিদ ২টি করে, উইলি-লিভিংস্টোন ১টি করে উইকেট নেন।জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম বলেই অস্ট্রেলিয়ার পেসার স্টার্কের শিকার হন ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো। তিন নম্বরে নামা জো রুটও সুবিধা করতে পারেননি। দু’বার জীবন পেয়েও ১৩ রানের বেশি করতে পারেননি স্টার্কের দ্বিতীয় শিকার হওয়া রুট।১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে খেলায় ফেরানোর চেষ্টা করেন আরেক ওপেনার ডেভিড মালান ও বেন স্টোকস। উইকেট সেট হতে শুরুতে সাবধানী হলেও, পরের দিকে রানের গতি বাড়িয়ে ২২তম ওভারেই দলের রান তিন অংকে নেন তারা। ২৩তম ওভারের প্রথম বলে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ন করার পরই প্যাভিলিয়নের পথ ধরেন মালান। ৪টি চার ও ১টি ছক্কায় ৬৪ বলে ৫০ রান করা মালানকে শিকার করেন অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন অসি অধিনায়ক কামিন্স।পাঁচ নম্বরে নেমে স্পিনার জাম্পার শিকার হয়ে ১ রানে বিদায় নেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে ইংল্যান্ড। এবার মঈন আলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন স্টোকস। জুটিতে হাফ-সেঞ্চুরি তুলে নিজেও ওয়ানডেতে ২৩তম অর্ধশতক করেন স্টোকস। অর্ধশতকের পর ইনিংস বড় করার চেষ্টা করলেও জাম্পার দ্বিতীয় শিকার হন স্টোকস। ৯০ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রান করেন তিনি।দলীয় ১৬৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে স্টোকস ফেরার পর লড়াই থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড। এরপর ১৮৬ রানে পৌঁছাতে লিয়াম লিভিংস্টোন ও মঈন আলিও বিদায় নেন। লিভিংস্টোনকে ২ রানে কামিন্স ও মঈনকে ৪২ রানে আউট করেন জাম্পা।শেষদিকে দলের হার এড়ানোর চেষ্টা করেছিলেন ওকস-উইলি ও রশিদ। কিন্তু তাদের ছোট-ছোট ইনিংসেও শেষ রক্ষা হয়নি ইংল্যান্ডের। ১১ বল বাকী থাকতে ২৫৩ রানে অলআউট হয় তারা। ওকস ৩২, উইলি ১৫ ও রশিদ ২০ রান করেন। অস্ট্রেলিয়ার জাম্পা ১০ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন। এছাড়া স্টার্ক-হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট নেন।সংক্ষিপ্ত স্কোর :অস্ট্রেলিয়া : ২৮৬/১০, ৪৯.৩ ওভার (লাবুশেন ৭১, গ্রিন ৪৭, ওকস ৪/৫৪)।
ইংল্যান্ড : ২৫৩/১০, ৪৮.১ ওভার (স্টোকস ৬৪, মালান ৫০, জাম্পা ৩/২১)। ফল : অস্ট্রেলিয়া ৩৩ রানে জয়ী।
সূত্রঃ বাসস