ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ওলিও এমপি হতে আ.লীগের মনোনয়ন চান

Dainikpatrika সারাদেশ, 22 May 2023, 1230 Views,

জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জীবনের শেষ নির্বাচন হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ ( ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে ফিরোজুর রহমান ওলিও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সোমবার (২২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করে এমপি হওয়ার ইচ্ছার কথা জানান তিনি। ফিরোজুর রহমান ওলিও বলেন, কৈশোর জীবনে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের আন্দোলন সংগ্রামে চোঙ্গা হাতে নিয়ে মিছিল করেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার ও সান্নিধ্য পাওয়ার সুযোগ আমার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন রাজনীতির সঙ্গে আামি সম্পৃক্ত। মানুষের সেবা করার মাঝেই আমি সুখ পেয়েছি।কোনো বাঁধা বিঘ্ন, ভয়ভীতিকে আমি তোয়াক্কা করিনি, আমি গণমানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, যা আমার জীবনের অনন্য প্রেরণা। তিনি আরও বলেন, এই জনপদের কাছে আমার ঋণ রয়েছে। জীবনের শেষ সময়ে মনের একটি ইচ্ছা জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমার জীবনের শেষ নির্বাচন হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারে ২৬ বৎসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। এরি ধারায় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন এবং আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ব্রাহ্মণবাড়িয়াবাসীর এই ভালোবাসার জন্য আমি এবং আমার পরিবার চিরঋণী।