আখাউড়ায় নিয়মবহির্ভূতভাবে গঠিত পৌর ও ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত 

Dainikpatrika সারাদেশ, 22 May 2023, 1244 Views,

জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কমিটি স্থগিত করার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে সদ্যগঠিত পৌর ও ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০মে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়৷ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর সাংগঠনিক ও নৈতিক দায়িত্ব। গত ৩০/০৪/২০১৩ইং তারিখে কেন্দ্রের অনুমতি ব্যতীত গঠনতন্ত্রবিরোধী, ভিত্তিহীন, অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে আখাউড়া উপজেলার অন্তর্গত আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন ও ধরখার ইউনিয়ন যুবলীগের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উপরিউক্ত পৌরসভা ও ৫টি ইউনিয়ন কমিটিসমূহের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক অবগত নয় ।এমতাবস্থায়, গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আখাউড়া উপজেলার অন্তর্গত গত ৩০/০৪/২০১৩ইং তারিখে নিয়মবহির্ভূতভাবে গঠিত আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন ও ধরখার ইউনিয়ন কমিটি গঠনতন্ত্র বিরোধী, বৈধ নয় এবং উক্ত কমিটিসমূহ বিলুপ্ত করে পূর্বের কমিটিসমূহ পূনর্বহাল করা হলো। উক্ত কমিটিসমূহকে কেন্দ্র ও জেলা ঘোষিত সকল সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইতোপূর্বে গত ০২/০৫/২০১৩ইং তারিখে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কবৃন্দকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। উক্ত কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গঠনতন্ত্রের ২৩ (ঘ) ধারা মোতাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।উল্লেখ, গত ৩০এপ্রিল আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আতাউর রাহমান নাজিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পৌর যুবলীগের কমিটিতে গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত শিপন আহমেদকে ৩নং যুগ্ম আহ্বায়ক এবং উত্তর ইউনিয়ন যুবলীগের কমিটিতে মো. রাসেল মেম্বারকে ৫নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় উঠে। সুশীল সমাজের লোকজন বলেন, সমাজের এসব চিহ্নিত কুখ্যাত অপরাধীদের যদি ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা বানানো হয় তাহলে তারা দলকেও কলংকিত করবে এবং দলের সুনাম নষ্ট করবে অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা জনগণের কাছেও ঘৃণার পাত্র হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগ নেতা বলেন, যুবলীগের কমিটিতে দলের ত্যাগী ও ক্লিন ইমেজের ব্যক্তিদের যথাযথ সম্মান ও পদবি দেওয়ার পাশাপাশি বিতর্কিত লোকজনকে যুবলীগের কমিটি থেকে বহিষ্কারের দাবি সকলের।