স্বত্ব © 2024 দৈনিক পত্রিকা |
সম্পাদক ও প্রকাশক: উবায়দুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জুয়েল মিয়া প্রতিষ্ঠাতা: পি বা লিজন।সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়- পাইকপাড়া,লোকনাথ দিঘীর পাড়,পৌর কমিউনিটি সেন্টার ২য় তলা, ব্রাহ্মণবাড়িয়া।দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন।newsdainikpatrika@gmail.com মোবাইল নাম্বার 01751406352,01715958768
সালমান হোসাইন
মাদক, জুয়া ও মোবাইল আসক্ত থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্হ্য বিনোদনে যুবসমাজ কে এগিয়ে আসতে হবে।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে প্রীতি ক্রিকেট ম্যাচ উনুষ্টিত হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর) রামরাইল ইউনিয়নের বিজ্বেশ্বর গ্রামের তরুণ যুবসমাজ ও দৈনিক পত্রিকার পৃষ্টপোষকতায় লাল দল বনাম সবুজ দলের মাঝে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত বিজয়ের দিন সকাল ১০ টায় আবদুল এ মোনেম স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার জন্য মাঠে নামে দুই দল। এর আগে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাল দল। ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় লাল দল। ব্যাটসম্যান মোঃ মিশু লাল দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ও ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হন।বিপুল সংখ্যক দর্শকের টান টান উত্তেজনার মধ্যে জয়ের জন্য রান তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট পড়লেও শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ ওভারে জয় তুলে নেয় সবুজ দল। ব্যাটসম্যান মোঃ মনির সহরিয়া ( বাবু) সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন।বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ তোফায়েল আহমেদ, সিনিয়ার প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক।
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহফিল থেকে ফেরার পথে বক্তার ওপর হামলাকারীদের মধ্যে ৪ জনকে আটক করেছে র্যাব-৯। বুধবার (৮মার্চ)জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড সংলগ্ন র্যাব-৯-এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন বিজয়নগর থানার শ্রীপুর গ্রামের জাকির হোসেন জাক্কু (৪৮), মাহবুবুল আল শিমুল(৩৩), চাওড়া গ্রামের সুমন (৩৫) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বিংলা বাড়ি গ্রামের মোঃ আমিরুল ইসলাম রিমন(২০)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার মুমিনুল হক বলেন, গত ৫ মার্চ রোববার রাত সোয়া বারোটার দিকে হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম নূরী বিজয়নগরের দৌলতবাড়ি দরবার শরীফের মাহফিল শেষ করে তার পরিচিত একজনসহ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেল ক্রসিংয়ের উত্তর পাশে ফাঁকা রাস্তার পাশে পৌঁছামাত্র অজ্ঞাতনামা কয়েকজন তাকে হামলা করে তার জিহ্বা কেটে ফেলে। এ ঘটনায় আহতের চাচা মোঃ আব্দুল বাছির ভূঁইয়া (৫৫) বাদী হয়ে এজহার নামীয় ২ জনসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। র্যাবের ছায়া তদন্তের এক পর্যায়ে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের একাধিক আভিযানিক দল ৭ মার্চ হত্যা চেষ্টার সাথে জড়িত ১ জন এজহারভুক্ত আসামীসহ ৪ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইসলামী বক্তা মাওলানা শরীফুল ইসলাম নূরীর দৌলত বাড়ি মাহফিলে বক্তব্যের কিছু অংশ আসামীদের কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই এবং সেই বক্তব্যে তার উপর ক্ষিপ্ত হয়ে যায়। ভিকটিমের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নেয় তারা। যার ফলশ্রুতিতে ফেরার পথে আসামিরা ভিকটিমের উপর অতর্কিত হামলা করে জিহ্বা কেটে ফেলে।
সালমান হোসাইন
২৬ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় ব্রাহ্মণবাড়িয়া শিমরাইলকান্দিস্থ চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের উদ্যোগে অস্ট্রোলিয়ার প্রবাসী কথাসাহিত্যিক ইসহাক হাফিজের গল্পগ্রন্থ “নির্বাক জোছনা” বইয়ের পাঠ আলোচনা সভা অনুষ্টিত হয়।জনাব মনিরুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায়, চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের সভাপতি কথাসাহিত্যিক জনাব আমির হোসেনের সভাপতিত্বে উক্ত পাঠ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়দুল হোসেন, কবি ও গবেষক সভাপতি সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনির হোসেন(বাচিকশিল্পী) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। জনাব মোঃ সাইফুল ইসলাম লিমন, সহকারী পরিচালক জেলা সরকারি গ্রন্থাগার, ব্রাহ্মণবাড়িয়া। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল ভৌমিক, প্রধান শিক্ষক গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়,মোহাম্মদ হারুন- আল -রশিদ ভূঁইয়া, নির্বাহী সম্পাদক, ‘চেতনায় ব্রাহ্মণবাড়িয়া, কবি মোঃ ইউনুছ সরকার, প্রমুখ। উক্ত আলোচনা৷ সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথি গণ।বর্তমান গল্পগ্রন্থ” নির্বাক জোছনার “খানবিশেক গল্পে তিনি বয়ন করেছেন জীবনের এমন সব কথা ও কাহিনি, অতি সাধারণ জিনিসও তার কলমের জাদুস্পর্শে অসামান্য হয়ে উঠেছে। মধ্যবিত্ত,নিম্নবিত্ত, দারিদ্র মানুষের সুখ- দুঃখ ট্র্যাজেডি, সমাজ ও ধর্মের নামে অনাচার, মাদ্রাসাশিক্ষার নামে শিশুনির্যাতন ও ধর্মব্যাবসা, নিপিড়ীত শৈশব- কৈশোর, বাঙালির প্রবাসজীবনের দুঃখ-বেদনা – হতাশা, বিদেশীদের জীবনাচরণ, পারিবারিক জীবনের জটিলতা, কুটিলতা, স্বার্থপরতা, প্রেম ও প্রতারণা ইত্যাদি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিস্মৃত ঘটনাবহুলতা ও খন্ড -অখণ্ড বাস্তবতা এর বহুকিছু তিনি তুলে আনেন হাস্যকরুণ ও মর্মস্পর্শী ভাষায় ব্রাহ্মণবাড়িযার কৃতি লেখক অস্ট্রোলিয়ার প্রবাসী কথাসাহিত্যিক ইসহাক হাফিজের নতুন গল্পগ্রন্থ “নির্বাক জোছনা” প্রকাশিত ১১তম গ্রন্থ।
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বেমালিয়া নদীর পাশের মাইল্লা বিল থেকে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার ঘুজিয়াখাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। স্থানীয়রা জানায়, প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে বিক্রির পর বাড়িতে ফিরতেন তিনি। সকালে মাছ বিক্রি করে নির্দিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকেরা তার খোঁজ করতে থাকেন। পরে আজ সোমবার দুপুরে বেমাললিয়া নদীতে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয় লোকজন ও স্বজনেরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লহ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে গত শনিবার। ১০ বছর পর হওয়া এই নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিলো ব্যাপক। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্যের ৪টি এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের একটি পদের জন্যে দুটি প্যানেলে ১০ জন প্রতিদ্বন্ধিতা করেন। এতে ৫টি পদেই জয় পেয়েছে খোকন-আনিছ পরিষদ। তাদের সবাই দ্বিগুনেরও বেশী ভোট পেয়েছেন। সাধারণ অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৫৮২ ভোট পেয়ে জয়ী হন মোহাম্মদ হাবিব উল্লাহ,২য় মো: আজহারুল করিম পেয়েছেন ৫৩৯ ভোট,মো: আনিছ খাঁন ৫২৩ ভোট পেয়ে তৃতীয় এবং ৪৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন আবদুল্লা আল সাঈদ। নারী অভিভাবক সদস্য পদে ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন তাহমিনা আক্তার। তাদের প্রতিদ্বন্ধি পুরুষ অভিভাবক সদস্য মনির খাঁন পেয়েছেন ২৮৬ ভোট,মো: শফিকুর রহমান ২১২ ভোট,নন্দ দুলাল পাল ১৬৩,দীলিপ কুমার কর্মকার ১৪১ এবং বিউটি রানী সুত্রধর পেয়েছেন ২৫২ ভোট। খোকন-আনিছ পরিষদ বিদ্যালয়ের পাশের লোকনাথ ময়দান ভিত্তিক সংগঠন ‘ভোরের সাথী’ মনোনীত প্যানেল হিসেবে পরিচিত। সংগঠনের সভাপতি মো: আতিকুল ইসলাম আতিকের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ওই প্যানেলকে জয়ী করতে সক্রিয় ছিলেন। নির্বাচনে মোট ১৪২১ ভোটের মধ্যে ৯৫৬ ভোট কাষ্ট হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু জামাল জানান-২০১৪ সালে সর্বশেষ নির্বাচন হয়। এরপর এডহক কমিটি দায়িত্ব পালন করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার জীবন ভট্টাচার্য জানান-নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ন হয়েছে।