অতিশীঘ্রই আসছে এস এম শাহনূরের ‘তিতাস নদীর পাড়ে’ পল্লী সংগীত

Adithay Kamal বিনোদন, 7 October 2023, 546 Views,

বিনোদন ডেস্ক: অতিশীঘ্রই জনপ্রিয় সংগীত শিল্পী সারোয়ার মাহিনের কণ্ঠে, কবি ও গীতিকার এস এম শাহনূরের লেখা পল্লী সংগীত “তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে” ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছে, মাটির সুর স্টুডিও’র কর্ণধার সারোয়ার মাহিন।

কবি পি বি শেলি বলেছিলেন, (Our sweetest songs are those that tell of saddest thoughts) “আমাদের করুণতম কান্না থেকেই মধুরতম সংগীতের সৃষ্টি।” ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণের নদী তিতাস। যে নদীর কথা অদ্বৈত মল্লবর্মনের উপন্যাসে, কবি আল মাহমুদের কবিতায় শিল্পীত রূপে পাঠকের কাছে নন্দিত হয়েছে। সময়ের আলোচিত কবি ও বহুমাত্রিক লেখক এস এম শাহনূরের কবিতা ও গানে তিতাসের সেই অধরা রূপ  আবারো পাঠকের কাছে চাঁদের আলোর মত ঝলমল রূপে ধরা দিয়েছে। নিজ জেলার নদী, বিল-ঝিল, সবুজ শ্যামলিমার ছবি তাঁর লেখায় বারবার ফোটে ওঠেছে। আঞ্চলিক ইতিহাস গবেষণা ও কবিতার পাশাপাশি তিনি লিখেছেন বহু আধুনিক গান, ইসলামি সংগীত। লিখেছেন দেশের গান। আধুনিক ফোক ও পল্লী গীতি। এবার মন উজাড় করে আবেগে আপ্লূত হয়ে লিখেছেন একটি পল্লী সংগীত: তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে। জনপ্রিয় সংগীত শিল্পী সারোয়ার মাহিনের কণ্ঠে গাওয়া চমৎকার সুরের ধারণাটিও গীতিকার থেকেই উৎসারিত। যা যেকোনো শ্রোতাকেই আকৃষ্ট করবে। মাটির সুর স্টুডিও প্রযোজিত এ গানের রেকর্ডিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে চলছে তিতাসের তীরে ভিডিও/ নৈসর্গিক দৃশ্য ধারণ ও এডিটিং এর চূড়ান্ত কাজ।

বিজ্ঞান কিংবা ভার্চ্যুয়াল আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। চরম অস্থিরতার এ সময়ে “তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে” এই পল্লী সংগীত ক্ষণিকের জন্য হলেও আপনাকে কল্পনার জগতে আবেগে আপ্লূত করবে বলে বিশ্বাস।