স্বত্ব © 2025 দৈনিক পত্রিকা |
সম্পাদক ও প্রকাশক: উবায়দুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জুয়েল মিয়া প্রতিষ্ঠাতা: পি বা লিজন।সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়- পাইকপাড়া,লোকনাথ দিঘীর পাড়,পৌর কমিউনিটি সেন্টার ২য় তলা, ব্রাহ্মণবাড়িয়া।দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন।newsdainikpatrika@gmail.com মোবাইল নাম্বার 01751406352,01715958768
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকরাম আহমেদ (৩০) কে হত্যা করা হয়েছে। বুধবার( ২৪মে) বিকেলে পৌর এলাকার মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রিদোয়ান আনসারী রিমোর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইকরাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মাসুদ মিয়ার ছেলে। তবে তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফরিদুল হুদা সড়কের বি-বাড়িয়া টাওয়ারে বসবাস করতেন। মাসুদ মিয়া গ্রামীণ জেনারেল হাসপাতালের মালিক। ঘাতক রায়হান ঢাকার মগবাজারের জিয়াউল হক জিয়ার ছেলে।
একাধিক সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রিমোর মামাতো ভাই রায়হান কয়েকদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করছিল। বেলা সাড়ে পাঁচটার দিকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা রিমোর বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলের চাবি নিয়ে রায়হান ও ইকরামের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ইকরামকে ছুরি দিয়ে আঘাত করে রায়হান। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ইকরামকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘাতক রায়হানকে গ্রেপ্তার করেছে। রায়হান মাদকসেবী বলে একাধিক সূত্র জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, মোটরসাইকেলের চাবি নিয়ে তর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তাৎক্ষণিকভাবে ঘাতক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জীবনের শেষ নির্বাচন হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ ( ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে ফিরোজুর রহমান ওলিও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সোমবার (২২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লিখিত বক্তব্য পাঠ করে এমপি হওয়ার ইচ্ছার কথা জানান তিনি। ফিরোজুর রহমান ওলিও বলেন, কৈশোর জীবনে ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের আন্দোলন সংগ্রামে চোঙ্গা হাতে নিয়ে মিছিল করেছি। জাতির জনক বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখার ও সান্নিধ্য পাওয়ার সুযোগ আমার হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন রাজনীতির সঙ্গে আামি সম্পৃক্ত। মানুষের সেবা করার মাঝেই আমি সুখ পেয়েছি।কোনো বাঁধা বিঘ্ন, ভয়ভীতিকে আমি তোয়াক্কা করিনি, আমি গণমানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি, যা আমার জীবনের অনন্য প্রেরণা। তিনি আরও বলেন, এই জনপদের কাছে আমার ঋণ রয়েছে। জীবনের শেষ সময়ে মনের একটি ইচ্ছা জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমার জীবনের শেষ নির্বাচন হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারে ২৬ বৎসর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি। এরি ধারায় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন এবং আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। ব্রাহ্মণবাড়িয়াবাসীর এই ভালোবাসার জন্য আমি এবং আমার পরিবার চিরঋণী।
জুয়েল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আদালতের নির্দেশে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে মালামাল ক্রোক করেছে থানা পুলিশ। বুধবার ( ২৪মে) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল হাজারী এর বাড়ি থেকে এলাকাবাসীর উপস্থিতিতে একটি ফ্রিজ, সোফা সেট, খাটসহ বিভিন্ন মালামাল ক্রোক করে পুলিশ। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মাদক কারবারি জয়নাল মিয়া ওই গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে। জানা যায়, জয়নাল মিয়া দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন। আদালতে তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন থাকলেও এসব মামলার ধার্য তারিখে গ্রেফতার এড়াতে অনুপস্থিত থাকেন তিনি। ২০২২ সালের একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জয়নাল মিয়ার অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন। জয়নালের বিরুদ্ধে থানায় ১৯টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবলীগের কমিটি স্থগিত করার পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে সদ্যগঠিত পৌর ও ৫টি ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২০মে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়৷ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতাকর্মীর সাংগঠনিক ও নৈতিক দায়িত্ব। গত ৩০/০৪/২০১৩ইং তারিখে কেন্দ্রের অনুমতি ব্যতীত গঠনতন্ত্রবিরোধী, ভিত্তিহীন, অনৈতিক ও নিয়মবহির্ভূতভাবে আখাউড়া উপজেলার অন্তর্গত আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন ও ধরখার ইউনিয়ন যুবলীগের কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। উপরিউক্ত পৌরসভা ও ৫টি ইউনিয়ন কমিটিসমূহের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক অবগত নয় ।এমতাবস্থায়, গঠনতন্ত্রের ২৩ ধারা মোতাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আখাউড়া উপজেলার অন্তর্গত গত ৩০/০৪/২০১৩ইং তারিখে নিয়মবহির্ভূতভাবে গঠিত আখাউড়া পৌরসভা, আখাউড়া উত্তর ইউনিয়ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন, মনিয়ন্দ ইউনিয়ন, মোগড়া ইউনিয়ন ও ধরখার ইউনিয়ন কমিটি গঠনতন্ত্র বিরোধী, বৈধ নয় এবং উক্ত কমিটিসমূহ বিলুপ্ত করে পূর্বের কমিটিসমূহ পূনর্বহাল করা হলো। উক্ত কমিটিসমূহকে কেন্দ্র ও জেলা ঘোষিত সকল সাংগঠনিক কর্মসূচি পালনের জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ইতোপূর্বে গত ০২/০৫/২০১৩ইং তারিখে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কবৃন্দকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। উক্ত কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় গঠনতন্ত্রের ২৩ (ঘ) ধারা মোতাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।উল্লেখ, গত ৩০এপ্রিল আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, আতাউর রাহমান নাজিমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পৌর যুবলীগের কমিটিতে গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত শিপন আহমেদকে ৩নং যুগ্ম আহ্বায়ক এবং উত্তর ইউনিয়ন যুবলীগের কমিটিতে মো. রাসেল মেম্বারকে ৫নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড় উঠে। সুশীল সমাজের লোকজন বলেন, সমাজের এসব চিহ্নিত কুখ্যাত অপরাধীদের যদি ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা বানানো হয় তাহলে তারা দলকেও কলংকিত করবে এবং দলের সুনাম নষ্ট করবে অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা জনগণের কাছেও ঘৃণার পাত্র হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগ নেতা বলেন, যুবলীগের কমিটিতে দলের ত্যাগী ও ক্লিন ইমেজের ব্যক্তিদের যথাযথ সম্মান ও পদবি দেওয়ার পাশাপাশি বিতর্কিত লোকজনকে যুবলীগের কমিটি থেকে বহিষ্কারের দাবি সকলের।
জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩মে) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এই কমিটি অনুমোদন দেয়। নজির উদ্দিন আহমেদ- কে সভাপতি, মোঃ ফারুক মিয়া কে ( কাউন্সিলর) সিনিয়র সহ- সভাপতি, আলহাজ্ব মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক, রাশেদ কবির আকন্দকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জসীম উদ্দিন কে সাংগঠনিক সম্পাদক ও মাকসুদুর রহমান বিপ্লবকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।নেতৃবৃন্দ আশা করেন উক্ত কমিটির নেতৃত্বে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার সহ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের জননন্দিত নেতা কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল এর হাতকে আরো বেশী শক্তিশালী করবে।