ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের অর্থ দাতা ও সাবেক মন্ত্রীর কেশিয়ার এখন বিএনপির ছত্রছায়ায়

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2025, 176 Views,

রাজনীতিতে সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে অনেক চরিত্রই তাদের অবস্থান বদল করে। ঠিক তেমনি, আওয়ামী লীগের প্রাক্তন অর্থ দাতা ও সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর কেশিয়ার এবং প্রতিষ্ঠিত ঠিকাদার হাজী মোস্তফা কামাল (মস্তু) আজকে বিএনপির ছত্রছায়ায় আছেন। বহু বছর ধরে আওয়ামী লীগে তার অবদান ছিল উল্লেখযোগ্য, বিশেষত দলের আর্থিক সহায়তায় তার ভূমিকা ছিল প্রসিদ্ধ। তার সাথে কামিয়েছেন শত শত কোটি টাকা। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মস্তু তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছেন এবং এখন বিএনপির দিকে আশ্রয় নিচ্ছেন।

সূত্র বলছে, সাবেক মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীকে বাবা বলে সম্মোধন করে আওয়ামী লীগের বিগত দিনের পথচলা তার। মুস্তু গত ৫ আগষ্ট এর পর থেকে রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আনলেও তার ব্যবসায়ী যোগাযোগ ও প্রভাব কাজে লাগানোর ক্ষেত্রে তেমন কোনো ছেদ পড়েনি। তার পাশাপাশি তার পরিবারের লোকজনও বিএনপির পক্ষে কাজ করছেন। তার এই পরিবর্তিত অবস্থান দলীয় নীতির প্রতি আস্থাহীনতার পাশাপাশি, ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক প্রভাবের জন্যও হতে পারে। দলের উত্থান-পতনের সঙ্গেও তার সম্পর্ক অটুট। আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান সমালোচনা এবং সরকার বিরোধী আন্দোলনে তিনি এখন বিএনপির পক্ষে কাজ করছেন বলে জানা যাচ্ছে। সচেতন মহল মনে করছেন, মুস্তুর মতো শক্তিশালী ব্যক্তির রাজনৈতিক পক্ষ পরিবর্তন সাধারণত দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হয়। বিশেষ করে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে মুস্তুর এই নতুন রাজনৈতিক কৌশল তার ব্যক্তিগত স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাদের সাথে কথা বললে তারা জানান, সুবিধাবাদী কিছু নেতা তাদের স্বার্থের জন্য এমন কিছু লোকদের দল থেকে সুবিধা দিয়ে থাকেন। তাদের সাথে দলের মূলধারার কোন নেতাদের যোগাযোগ নেই।