সূফীগুরু শাহাজাদা খাঁন এর জন্মদিন উপলক্ষ্যে একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 9 June 2024, 207 Views,
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত জনপ্রিয় কণ্ঠ শিল্পী শূফিগুরু শাহাজাদা খাঁনের শুভ জন্মদিন উপলক্ষ্যে একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ৮টায়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম তৌছিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. মাহবুবুল আলম খোকন, পিপি ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া শাহীন, তিতাস বার্তার সম্পাদক এম, এ মতিন শানু, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আদিত্ব্য কামাল, বিটিভির তালিকা ভুক্ত বিশিষ্ট কন্ঠ শিল্পী ফারুক আহমেদ পারুল, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া, কণ্ঠ শিল্পী সাথী ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী মিজান সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কাশ্মীরা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, প্রবাসী মো. হেলাল উদ্দিন, মো. আমীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোসারফ, মো. পায়েল, মো. কাউছার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আব্দুল মতিন শিপন।
যন্ত্রসঙ্গীতে ছিলেন, সুদীপ্ত সাহা মিঠ (তবলা), প্রশান্ত সাহা (অক্টোপ্যাট) বায়েজিদ বুস্তামী (গিটার), অভিজিদ সাহা অভি (গিটার)।