কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রাসেল, সা.সম্পাদক সাফায়েত

Dainikpatrika জেলার সংবাদ, 14 January 2024, 532 Views,

নিজস্ব প্রতিবেদক 


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর পালাবাদল হয়েছে। ১৩ জানুয়ারি সদ্য বিদায়ী সভাপতি আশিক ইরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। নতুন কমিটির সভাপতি আবু সুফিয়ান রাসেল এবং সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী। বিজ্ঞপ্তিতে জানানো হয়,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি-কুভিকসাস এর কার্যনির্বাহী কমিটি-২০২৪ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী সদস্যদের সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হলো। সভাপতি আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী,যুগ্ম-সাধারণ আব্দুল্লাহ আল মারুফ,সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি,সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ,দফতর সম্পাদক মাকছুদুর রহমান। নির্বাহী সদস্য:আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব,সাইমুম ইসলাম অপি, সদস্য তাহমিনা আক্তার তুলি।২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি( কুভিকসাস) প্রতিষ্ঠা লাভ করে। “বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়” এই স্লোগানকে সামনে রেখে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় সংগঠনটি। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দুইজন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবপ দায়িত্বে আছেন।