ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রংধনু ও উর্মি বিউটি পার্লার

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2023, 413 Views,

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেছে রংধনু ও উর্মি বিউটি পার্লার।

বুধবার (২০ ডিসেম্বর) দুপরে পশ্চিম মেড্ডার আরামবাগে একটি রেস্টুরেন্টে এ শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
বিশিষ্ট সমাজ সেবিকা কোহিনূর আক্তার প্রিয়া’র পরিচালনায় এ-সময় উপস্থিত ছিলেন, টেংকের পাড়স্থ রংধনু বিউটি পার্লার এর স্বত্বাধিকারী শাহীন আজিজ, পূর্বমেড্ডা উর্মি বিউটি পার্লার এর স্বত্বাধিকারী নাঈমা আহমেদ উর্মি।
সহযায়ীতায় ছিলেন, জেসমিন আক্তার, জান্নাত জাহান, আছমা আক্তার ও বৈঠকখানা স্বত্বাধিকারী আমিনুল ইসলাম রাসেল।