নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত জনপ্রিয় কণ্ঠ শিল্পী শূফিগুরু শাহাজাদা খাঁনের শুভ জন্মদিন উপলক্ষ্যে একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) রাত ৮টায়, সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের আয়োজনে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
শিল্পী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম তৌছিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. মাহবুবুল আলম খোকন, পিপি ব্রাহ্মণবাড়িয়া জজকোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া শাহীন, তিতাস বার্তার সম্পাদক এম, এ মতিন শানু, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আদিত্ব্য কামাল, বিটিভির তালিকা ভুক্ত বিশিষ্ট কন্ঠ শিল্পী ফারুক আহমেদ পারুল, প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া, কণ্ঠ শিল্পী সাথী ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাউল শিল্পী মিজান সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা কাশ্মীরা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, প্রবাসী মো. হেলাল উদ্দিন, মো. আমীর, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোসারফ, মো. পায়েল, মো. কাউছার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আব্দুল মতিন শিপন।
যন্ত্রসঙ্গীতে ছিলেন, সুদীপ্ত সাহা মিঠ (তবলা), প্রশান্ত সাহা (অক্টোপ্যাট) বায়েজিদ বুস্তামী (গিটার), অভিজিদ সাহা অভি (গিটার)।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় বাঁশ পড়ে জুবেদা বেগম (৬০) নামের এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ভিক্ষুক মারা যান৷ সন্ধ্যায় খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে।
জুবেদা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের খোদেজা বেগমের বাড়িতে বসবাস করেন। জুবেদা খাতুনের স্বামী/পিতার নাম-ঠিকানা জানা যায়নি।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোদেজা বেগমের বাড়িতে ৫-৬ মহিলা ভিক্ষুক বসবাস করেন। এসব ভিক্ষুক গ্রামে বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। জুবেদা বেগম ভিক্ষা শেষে বাড়িতে আসার পর হঠাৎ তীরের বাঁশ জুবেদার মাথায় পড়ে গুরুত্বর ভাবে আহত হয়। পরে পাশের বাড়ির খোকন মিয়া জুবেদাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জুবেদা মারা যান।
এব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) নাহিদ আহমেদ জানান, মাথায় বাঁশ পড়ে এক ভিক্ষুক মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন লাভের প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজুর রহমান ওলিও। তিনি মঙ্গলবার (২১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তার স্বাক্ষরিত লিখিত পদত্যাগপত্র জমা দেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে ফিরোজুর রহমান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি নিম্নে স্বাক্ষরকারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও পরবর্তীতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করে আসছি ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য বিধি মোতাবেক মনোনয়নপত্র ক্রয় করবো এবং দলীয় মনোনয়ন পেলে আমি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করবো।
এমতাবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য আমি বিধি মোতবেক সদর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি। তিনি পদত্যাগ পত্রের অনুলিপি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবরও প্রেরণ করেছেন।
এ ব্যাপারে ফিরোজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি সদর আসনে বিজয়ী হবেন ইনআল্লাহ। ইতিমধ্যেই তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় (১১তম) জনপ্রিয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ সংবাদিক, সংস্কৃতিকর্মী, কবি ও কন্ঠশিল্পী শাহাদাত হোসেন সোহেল আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে তার কাজের মূল্যায়ন স্বরূপ সেরা প্রতিনিধির পুরস্কার লাভ করেছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলা মোটরে অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের হলরুমের ৪র্থ তলায় সকল জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ আজকের বিজনেস বাংলাদেশের সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান বাবু তার হাতে এই পুরস্কার তুলে দেন।
বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল ১৯৮৪ সালের ৩১ শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের অন্তর্গত ভাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তার পুরো পরিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়ার বাসিন্দা হিসেবে বসবাস করছেন। বাবা সার্জেন্ট মোঃ আল শরীফ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হওয়ায় ছাত্র জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে।শিক্ষাজীবনে তিনি নোয়াঁগাও উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও আলীমউদ্দিন জোবেদা অনার্স কলেজে অধ্যায়ন করেন। তরুণ সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল খুব ছোট বেলা থেকেই খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সংগীত চর্চার পাশাপাশি কবিতা, গান, ছড়া ও গল্প লিখায় চমৎকার পারদর্শী। এর সুবাদে তিনি ২০০৭ সালে বেসরকারি চ্যানেল এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ -ওয়ান’ ও পরবর্তীতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কন্ঠে’ অংশগ্রহণ করেন। বর্তমানে তার লিখা প্রকাশিত ও অপ্রকাশিত অসংখ্য মৌলিক গান ও ছড়া, কবিতার পাশাপাশি ইতিমধ্যে বাংলা একাডেমির আয়োজিত ২১ শে বইমেলায় তার লিখা ‘তিতাস পাড়ের ছেলে’ ও ওপার বাংলার বইমেলায় স্বনামধন্য মৌমিতা প্রকাশনী থেকে প্রকাশিত ‘একশো বছর বাঁচতে চাই’ নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
এছাড়া ছোট বাচ্চাদের নিয়ে তার ক্ষুদ্র প্রয়াস ‘ছড়া খাতা ভরা’ নামে একটি ছড়ার বইয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া বলা যায় তার মধ্যে বসত করে আপাদমস্তক ও নিরবিচ্ছিন্ন এক সাংগঠনিক প্রাণ। সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ইচ্ছা শক্তি ও চেষ্টার ফলস্বরূপ তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদ ও ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর বাইরেও নিয়মিত তার লিখালিখি ও সংস্কৃতি চর্চাকে আরো বেশি বেগবান করতে কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর সহ-সভাপতি হিসেবে যুক্ত আছেন।
শাহাদাত হোসেন সোহেল সেরা প্রতিনিধির পুরস্কার পাওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে তার পত্রিকার সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকৌশলী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যে কোন প্রাপ্তিই অনেক বেশি আনন্দের। ভালো কাজ ও পরিশ্রম সব সময়ই আপনার জন্য ভালো সুফল বয়ে আনে। আমি চলার পথে চলতে গিয়ে এব্যাপারে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমি প্রতিনিয়তই শিখি এবং শিখার চেষ্টা করি আপনারা আমার পাশে থেকে সহযোগীতা করবেন। তবে এ প্রাপ্তি আমাকে কাজের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করতে ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সাহায্য করবে। মহান আল্লাহ তায়ালা দেশকে ভালোবেসে এই দেশ মাতৃকা ও মানুষের কল্যাণে আমাদের ছোট কিংবা বড় সবাইকেই সকলের জায়গা থেকে ভালো কিছু করার তৌফিক দান করুন। এবং এতেই পরম তৃপ্তি।
মো.রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদ্য গঠিত চুন্টা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে চুন্টা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে চুন্টা বাজার এলাকায় এক র্যালী অনুষ্ঠিত হয়। পরে চুন্টা বাজারের শেনবাড়ি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়৷
চুন্টা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তারু মিয়া সর্দার সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুজ্জামান লস্কর তপু৷এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাসের আহ্বায়ক রিপন ঠাকুর।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সাইমন ইসলাম রুমান, উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালীদ, চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, নোয়াগাও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মো. জিয়া মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ছিন মিয়া, চুন্টা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকাইদ মিয়া ও সদস্য সচিব মো. উজ্জল মিয়া, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাহবুব মিয়া, চুন্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. কবির হোসেন, নোয়াগাও যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. বাবুল মিয়া যুগ্ম-আহ্বায়ক ইকরাম হোসেন, অরুয়াইল ইউনিয়ন জাসাসের আহ্বায়ক আমির হোসেন দুর্জয়ও সদস্য সচিব মো. নবী হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি গত ৪ সেপ্টেম্বর চুন্টা ইউনিয়ন জাসাস এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে জুবাইদুর রহমান খোকন কে আহ্বায়ক ও ইব্রাহিম মিয়া সদস্য সচিব মনোনীত করা হয়েছে।