মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

Dainikpatrika ব্রাহ্মণবাড়িয়া, 16 December 2023, 663 Views,

 সালমান হোসাইন


মাদক, জুয়া ও মোবাইল আসক্ত থেকে দূরে থেকে খেলাধুলা ও সুস্হ্য বিনোদনে যুবসমাজ কে এগিয়ে আসতে হবে।১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নে প্রীতি ক্রিকেট ম্যাচ উনুষ্টিত হয়েছে। শনিবার(১৬ ডিসেম্বর) রামরাইল ইউনিয়নের বিজ্বেশ্বর গ্রামের তরুণ যুবসমাজ ও দৈনিক পত্রিকার পৃষ্টপোষকতায় লাল দল বনাম সবুজ দলের মাঝে একদিনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত বিজয়ের দিন সকাল ১০ টায় আবদুল এ মোনেম স্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার জন্য মাঠে নামে দুই দল। এর আগে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লাল দল। ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে যায় লাল দল। ব্যাটসম্যান মোঃ মিশু লাল দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ও ম্যান অফদ্যা ম্যাচ নির্বাচিত হন।বিপুল সংখ্যক দর্শকের  টান টান উত্তেজনার মধ্যে জয়ের জন্য রান তাড়া করতে নেমে শুরুতে ২ উইকেট পড়লেও শেষ পর্যন্ত ৮ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ ওভারে জয় তুলে নেয় সবুজ দল। ব্যাটসম্যান মোঃ মনির সহরিয়া ( বাবু) সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন।বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ তোফায়েল আহমেদ, সিনিয়ার প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক।