বিজয়নগরে ২২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ০১

Dainikpatrika ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2023, 647 Views,

জুয়েল মিয়া


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২২ কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজিকেও জব্দ করা হয়।বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টায় উপজেলার পাইকপাড়া এলাকার কান্দু মিয়ার বাড়ির সামনে ওই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারি মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আবুল হোসেন (২৫)। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আটকের ঘটনায় থানায় ৩ জনের নাম উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।