আদিত্ব্য কামাল : কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৫ টায় ব্রাহ্মণবাড়িয়া গভ: মডেল গার্লস হাই স্কুলের হলরুমে গুণিজন সংবর্ধনা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘কবির কলম’ সংগঠনের সভাপতি ছড়াকার তিতাস হুমায়ূন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছড়াকার আসলাম সানি, বহুমাত্রিক লেখক ও বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত কবি।
অনুষ্ঠান উদ্বোধন করেন, কবি জয়দুল হোসেন, সভাপতি সাহিত্য একাডেমী ব্রাহ্মণবাড়িয়া। প্রধান আলোচক ছিলেন, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক। বিশেষ আলোচক ছিলেন, কথা সাহিত্যিক আমির হোসেন, সভাপতি চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার ব্রাহ্মণবাড়িয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুর রহিম, রবীন্দ্র সংগীত শিল্পী ও শিক্ষক। ফজিলাতুন নাহার সভাপতি, বাংলাদেশ নারী মুক্তি সংসদ। এড হুমায়ুন কবির, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়াস্থ সমিতি। কেষ্ট কবি ইসমোনাক। জাকারিয়া জাকির সাংবাদিক ও সমাজ সেবক। কবি মাশরিকি শিপার। কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস। ফারুক আহমেদ ভুইয়া সিনিয়র সহ-সভাপতি উদিচি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক জাতীয় মানবাধিকার সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। শফিকুল ইসলাম তৌছির বিশিষ্ট সমাজ সেবক। ফিরোজ মিয়া কলেজের প্রভাষক হানিফ, অংকুর শিশুকিশোর সংগঠন এর প্রতিষ্ঠাতা আনিসুর রহমান রিপন, কবি সৌমিক সাত্তার। কণ্ঠ শিল্পী সোহেল আহমেদ। সঙ্গীত শিল্পী ফরিদ আহমেদ সাগর। সংগীত শিল্পী সানজিদা শারমিন ফ্লোরা। সংগীত শিল্পী সাথি ইসলাম। জাকির হোসেন রাজা তবলা বাদক। আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্রের প্রশিক্ষক সোহেল মিয়া। তরুন সংগঠক নাইমুর রহমান। জুয়েনা বিনোদীনি।
এছাড়াও সংগঠন এর সহ-সভাপতি আদিত্ব্য কামাল, সহ-সভাপতি কোহিনূর আক্তার প্রিয়া, ফাহিম মুনতাসীর, ইফতেখারুল ইসলাম সোহান, অন্তর। সদস্য মুরাদ আল হাসান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মিনিট নিরবতা পালন করা হয়।
আবৃত্তি পরিবেশনে ছিলেন, সোনালি সকাল। নৃত্য পরিবেশনে ছিলেন, নৃত্যশিল্পী চন্দ্রিমা বনিক, নৃত্যশিল্পী অবন্তিকা সূত্রধর।
অনুষ্ঠানে গুঞ্জন পাঠাগার নবীনগর, এস এম নাজমুন কবির ইকবাল (ইসমোনাক) সরাইল, সাংবাদিক জাকারিয়া জাকির, শফিকুল ইসলাম তৌছির কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকালে ঢাকা- সিলেট মহাসড়কের উপজেলার কুট্টাপাড়া এলাকায় মাইক্রোবাসের চাপায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান (৭৫) নিহত হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা শরীফপুর এলাকার মৃত নূরতাজ মোল্লার ছেলে।
সরাইল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, শফিক পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার কসবায় মোটরসাইকেলের ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামের এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যার দিকে কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। এই ঘটনায় উপজেলার শাহপুরের সুমন মিয়া নামের আরেকজন যুবক আহত হয়েছেন।
কসবা থানার পরিদর্শক ওসি তদন্ত আব্দুল বাছেদ জানান, জসিম উদ্দিন সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের
হন। পথিমধ্যে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মারা যান।
আদিত্য কামাল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২২ বছরের এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই তরুণী হলো শান্তা আক্তার। সে তার মা মাজেদা বেগমের নিজ বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামে বসবাস করতেন। তার পিতা ফারুক মিয়া জেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শান্তার মা মাজেদা বেগম গত ৫ বছর আগে প্রতিবেশী নাসির মিয়ার সাথে পরকিয়ার প্রেমে জড়িয়ে পড়ে। তারপর মাজেদা বেগম শান্তার পিতা ফারুক মিয়াকে ফেন্সিডিল দিয়ে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে কিছুদিন পর ফারুক মিয়াকে তালাক দেয়। পরে প্রতিবেশী নাসির মিয়ার সাথে সংসার শুরু করেন। মায়ের এ অপকর্ম মেনে নিতে পারেনি বাক প্রতিবন্ধী শান্তা। এ নিয়ে প্রায় সময় প্রতিবাদ করতেন।এর জেরে গত সোমবার সন্ধায়ও নিহত শান্তকে শারিরীক নির্যাতন করা হয়। প্রতিবেশীরা আরও জানান মঙ্গলবার সকালে শিকল দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। এর কিছু সময় পর প্রতিবেশীরা জানতে পারে শান্তা আক্তার গলায় ফাঁস দিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় (১১তম) জনপ্রিয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ সংবাদিক, সংস্কৃতিকর্মী, কবি ও কন্ঠশিল্পী শাহাদাত হোসেন সোহেল আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে তার কাজের মূল্যায়ন স্বরূপ সেরা প্রতিনিধির পুরস্কার লাভ করেছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলা মোটরে অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের হলরুমের ৪র্থ তলায় সকল জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ আজকের বিজনেস বাংলাদেশের সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান বাবু তার হাতে এই পুরস্কার তুলে দেন।
বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল ১৯৮৪ সালের ৩১ শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের অন্তর্গত ভাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তার পুরো পরিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়ার বাসিন্দা হিসেবে বসবাস করছেন। বাবা সার্জেন্ট মোঃ আল শরীফ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হওয়ায় ছাত্র জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে।শিক্ষাজীবনে তিনি নোয়াঁগাও উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও আলীমউদ্দিন জোবেদা অনার্স কলেজে অধ্যায়ন করেন। তরুণ সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল খুব ছোট বেলা থেকেই খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সংগীত চর্চার পাশাপাশি কবিতা, গান, ছড়া ও গল্প লিখায় চমৎকার পারদর্শী। এর সুবাদে তিনি ২০০৭ সালে বেসরকারি চ্যানেল এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ -ওয়ান’ ও পরবর্তীতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কন্ঠে’ অংশগ্রহণ করেন। বর্তমানে তার লিখা প্রকাশিত ও অপ্রকাশিত অসংখ্য মৌলিক গান ও ছড়া, কবিতার পাশাপাশি ইতিমধ্যে বাংলা একাডেমির আয়োজিত ২১ শে বইমেলায় তার লিখা ‘তিতাস পাড়ের ছেলে’ ও ওপার বাংলার বইমেলায় স্বনামধন্য মৌমিতা প্রকাশনী থেকে প্রকাশিত ‘একশো বছর বাঁচতে চাই’ নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
এছাড়া ছোট বাচ্চাদের নিয়ে তার ক্ষুদ্র প্রয়াস ‘ছড়া খাতা ভরা’ নামে একটি ছড়ার বইয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া বলা যায় তার মধ্যে বসত করে আপাদমস্তক ও নিরবিচ্ছিন্ন এক সাংগঠনিক প্রাণ। সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ইচ্ছা শক্তি ও চেষ্টার ফলস্বরূপ তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদ ও ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর বাইরেও নিয়মিত তার লিখালিখি ও সংস্কৃতি চর্চাকে আরো বেশি বেগবান করতে কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর সহ-সভাপতি হিসেবে যুক্ত আছেন।
শাহাদাত হোসেন সোহেল সেরা প্রতিনিধির পুরস্কার পাওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে তার পত্রিকার সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকৌশলী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যে কোন প্রাপ্তিই অনেক বেশি আনন্দের। ভালো কাজ ও পরিশ্রম সব সময়ই আপনার জন্য ভালো সুফল বয়ে আনে। আমি চলার পথে চলতে গিয়ে এব্যাপারে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমি প্রতিনিয়তই শিখি এবং শিখার চেষ্টা করি আপনারা আমার পাশে থেকে সহযোগীতা করবেন। তবে এ প্রাপ্তি আমাকে কাজের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করতে ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সাহায্য করবে। মহান আল্লাহ তায়ালা দেশকে ভালোবেসে এই দেশ মাতৃকা ও মানুষের কল্যাণে আমাদের ছোট কিংবা বড় সবাইকেই সকলের জায়গা থেকে ভালো কিছু করার তৌফিক দান করুন। এবং এতেই পরম তৃপ্তি।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নাটাই ইউনিয়নের ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা হালিম শাহ লিল মিয়া ও তার চাচাতো আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও’র সমর্থনে ভাটপাড়া গ্রামে নেতৃত্ব দেন হালিম শাহ লিল মিয়া। তিনি এর আগেও ইউনিয়ন পরিষদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
সদর মডেল থানা সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে কোন ধরণের দাঙ্গা ও সহিংসতা না হয় সেজন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়ে সদর থানা পুলিশকে নির্দেশ দেন। তারপর পুলিশ ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এর আগে গত বুধবার থেকে শনিবার দুপুর পর্যন্ত উপজেলার ২টি ইউনিয়নে ও জেলা শহরের একটি গ্রামের অভিযান চালিয়ে ১ হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ৷
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চল/টেঁটা, বল্লম, লাঠি, এককাট্টা, সুচালো রড, সূচালো বাশেঁর কঞ্চি, চাপাতি, ধারালো দা, পাথরের টুকরা, কাতরা, সড়কি, রামদা, বল্লম, ফলা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সদর উপজেলায় এ অভিযান অব্যাহত থাকবে। গ্রাম্য এলাকায় যাতে মারামারি-দাঙ্গা সৃষ্টি না হয়, শান্তিশৃঙ্খলা যাতে অটুট থাকে সেজন্য এ অভিযান নিয়মিত চলবে। যাঁদের বাড়িতে অপ্রয়োজনীয় দেশি অস্ত্র মিলবে, তাঁদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা হবে।