একজন সফল ব্যাক্তিত্ত্ব সূফিগুরু শাহজাদা খান

Adithay Kamal শিল্প সাহিত্য, 31 October 2023, 492 Views,
খুব সাদামাটা হাস্যজ্জল অত্যান্ত সুন্দর মনমানসিকতার আবরনে পরিচিত মুখ সূফিগুরু শাহজাদা খান। তাঁর পুরো নাম পীরজাদা খান মোহাম্মদ আরেফ শাহ। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলার ঐতিহ্যবাহী পীরে মোকাম্মেল শাহসূফি আলহাজ্ব খান মোহাম্মদ লাল শাহ (মাঃজিঃআঃ) বাবার দরবার শরীফের বর্তমান গদ্দিনিশীন বড় ছাহেবজাদা। তিনি খুব অল্পসময়ে জয় করে নিয়েছেন সকল শ্রেনীর মানুষের মন। খুব ছোটকাল থেকেই তিনি ছিলেন অত্যান্ত মেধাবী এবং সংস্কৃতিমনা। দরবার শরীফ বলতে যেখানে অধিকাংশ সময়েই আমরা শুনি দানবাক্স নিয়ে বসে বসে থাকার নানান কথা,সেখানে উনাকে দেখা যায় মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে। বহু গুনে গুণান্বিত এই মানুষটি একজন সফল ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠান খান ট্যুরস এন্ড ট্রাভেলস বিগত চার বছরে জয় করে নিয়েছে সকল প্রবাসীদের মন। সর্বদা হাস্যজ্জ্বল এই মানুষটি একজন আধ্যাত্নিক গবেষক।
উনার আধ্যাত্নিক গবেষনার গতি আর ভক্তদের প্রতি তার ভালবাসা দেখে তাঁর বাবা তাঁকে সূফিগুরু উপাধিতে ভূষিত করেন। দরবারে ভক্তদের সাথে আলোচনায় তিঁনি যেমন গভীর তেমনি উনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় তিনি অত্যান্ত দক্ষ। সকলের মনজয় করা এই মানুষটি সর্বগুনের আরো একটি গুন হলো তিনি একজন লেখক। তাঁর লিখা লিখা একটি বই ‘ভবঘুরের তেপান্তরে’ ২০১৬ সালের ২১ শে বই মেলায় প্রকাশিত হয় এবং ব্যাপক জনপ্রীয়তা অর্জন করে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আপাতত ভক্তদের সুখ দুঃখের অংশিদার হয়ে থাকতে চাই। মানুষের কল্যানে থাকতে চাই। আর আধ্যত্নবাদ আর সূফিবাদের মধ্য দিয়েই স্রষ্ঠার মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই।