ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে গোলাপ সুপার মার্কেট ব্যবসায়ীবৃন্দের বিক্ষোভ সমাবেশ

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 16 October 2023, 478 Views,

নিজস্ব প্রতিবেদক  : ‘রক্তাক্ত ফিলিস্তিন, বিবর্ণ মানবতা’ মার্কিনীদের দালাল ইসরাইলী আগ্রাসন ও নির্বিচারে ফিলিস্তিনি জনগনকে হত্যা বন্ধ করা সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার গোলাপ সুপার মার্কেট ও কোর্টরোড ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গোলাপ সুপার মার্কেটের সভাপতি জামাল মিয়ার সভাপতিত্বে মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আমজাদ হোসেন রনি আহবায়ক শহর যুবলীগ, জালাল উদ্দিন সভাপতি গোলাপ সুপার মার্কেট, আজহারুল ইসলাম ফাহাদ সাধারণ সম্পাদক গোলাপ সুপার মার্কেট, গোলাপ সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ জামিল আহমেদ, মো. তারেক আহমেদ, আরাফাত আলী খাঁন প্রমুখ।

সমাবেশে বক্তারা মার্কিনীদের দালাল ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এত বছর ধরে ইসরাইলীরা গাজাসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে। ফিলিস্তিন বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে, সর্বশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, গ্যাস, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে। ফিলিস্তিনকে ধ্বংস করতে পশ্চিমা শক্তি এক হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে। ফিলিস্তিনীদের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া আর কোন পথ নেই। ব্রাহ্মণবাড়িয়া গোলাপ সুপার মার্কেট ও কোর্টরোড ব্যবসায়ীবৃন্দ সহ এদেশের শান্তিকামী মানুষ সব সময় ফিলিস্তিনের সাথে আছে এবং থাকবে। আমরা যুদ্ধ নয় শান্তি চাই। স্বাধীন ফিলিস্তিন রাস্ট্রই একমাত্র তার সমাধান।