কবিতা-বঙ্গবন্ধু । লেখক-ফজলে এলাহী তপু

Dainikpatrika শিল্প সাহিত্য, 13 October 2023, 656 Views,

তোমার প্রয়াণে আমরা গভীর শোকাহত।

 

মহীয়সী মহা পুরুষ তুমি

বাংলার কৃতি সন্তান,

তোমায় দেখে ভীরু হয়ে যেত

পাকিস্তানি সকল মাস্তান।

 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্যানময়ী

মহা মানব তুমি,

তোমার জন্যে দেখতে পারছি

স্বাধীন বাংলার ছবি।

 

শ্রেষ্টত্তের শ্রেষ্টতম অধিকারী

কালজয়ী তুমি মহা মানব,

তোমার জন্য নিঃশেষ করতে পেরেছিল

বাংলা থেকে যত জন্তুু -দানব।

 

মহানায়ক মহিমান্বিত শ্রেষ্টত্তের

সর্বকালের এই বাংলার মাথা,

তাইত বাংলার যত বাঙ্গালী আছে

সবাই তোমায় ডাকে ওহে জাতির পিতা।

 

ওহে হিরণ্য কবি তুমি সবাইকে

উৎসাহ দেখিয়েছ মহিমায়,

আদর্শদের আদর্শ লাবণ্য ভাষা পাওয়া

যায় তোমার ৭ই মার্চের কবিতায়।

 

২৬শে মার্চের স্বাধীনতার ঘোষক তুমি

চিরচেনা শোভন  এই বাংলায়,

সাম্প্রতিক হানাদারদের দাবায়ে রেখেছ

যে কত শত কায়দায়।

 

তোমার শত অবদান কালজয়ী

কভু ভুলে যাবার নয়,

তাইত ৯মাসে বাংলার মুক্তিযোদ্ধারা

ভয়কে করেছে জয়।

 

শেষ হাসিটা হেসেছি আমরা

পরিনায় নাই কোন হতাশায়,

১৬তারিখের ওই সাক্ষরটি আ

জো যে আমাদের হাসায়।