স্বত্ব © 2024 দৈনিক পত্রিকা |
সম্পাদক ও প্রকাশক: উবায়দুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জুয়েল মিয়া প্রতিষ্ঠাতা: পি বা লিজন।সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়- পাইকপাড়া,লোকনাথ দিঘীর পাড়,পৌর কমিউনিটি সেন্টার ২য় তলা, ব্রাহ্মণবাড়িয়া।দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন।newsdainikpatrika@gmail.com মোবাইল নাম্বার 01751406352,01715958768
ভোলা,হাসান লিটন
চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বেলা ১২টায় চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এ সময় চরআইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদউল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মো. সাঈদ আহমেদ( পিপিএম) ও দক্ষিণ আইচা থানার এস আই নেছার উদ্দিন, এস আই সবুজ কর, এস আই শহিদুল্লাহ সহ উপস্থিত ছিলেন উক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। কুইজ প্রতিযোগিতায় প্রায় ২শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এরমধ্যে ১৫ জন শিক্ষার্থী বিজয় হন। বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণের শেষে উপস্থিত শিক্ষার্থীদেরকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক সহ সচেতনতামূলক বিষয় নিয়ে বিভিন্ন আইনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বক্তারা।
মোঃ রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধানিজমি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উচালিয়া পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত বৃদ্ধ আব্দুল হামিদ (৫৮)ওই এলাকার মৃত কালা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত ১১টার দিকে বাসা থেকে বের হন আব্দুল হামিদ। পরে গভীর রাত হলেও আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করে তার কোনো সন্ধান পায়নি। পরে সকালে বাড়ির পাশে ধানিজমিতে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া বিল্ডিং কনসালট্যান্ট এসোসিয়েশন এর আয়োজনে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্রদের মাঝে এ কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। নান্দনিক উপস্থাপক আব্দুল মতিন শিপন এর উপস্থাপনায় ও ব্রাহ্মণবাড়িয়া বিল্ডিং কনসালট্যান্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো. শফিকুল আলম চৌধুরী’র সভাপতিত্বে ও এতে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাকী, সাধারণ সম্পাদক বিল্ডিং কনসালট্যান্ট এসোসিয়েশন। মো. আবু জামাল, প্রধান শিক্ষক আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়। মোঃ আমিনুল ইসলাম আমির, প্রচার সম্পাদক বিল্ডিং এসোসিয়েশন কনসালট্যান্ট এসোসিয়েশন। ইঞ্জিনিয়ার মো. বিল্লাল মিয়া, অর্থ সম্পাদক বিল্ডিং কনসালট্যান্ট এসোসিয়েশন। ইঞ্জিনিয়ার সফিক সরকার, ইঞ্জিনিয়ার তানভীর সবুর, ইঞ্জিনিয়ার মোদাচ্ছের, ইঞ্জিনিয়ার আলী ইবনে ইদ্রিস, ইঞ্জিনিয়ার তৌফিকুর রহমান, ইঞ্জিনিয়ার হেলাল আবির, নারী সংগঠক কোহিনূর আক্তার প্রিয়া, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি অগ্নিকাণ্ডের ঘটনায় পবিত্র গ্রন্থ আল কোরআন অক্ষম অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর একনজর দেখতে ভিড় করছে স্থানীয়রা। সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের কুসুমবাড়ি গ্রামে মোঃ মীর জাহান মিয়ার বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, চাউল, আসবাদপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হলেও কিন্তু অক্ষত থাকে পবিত্র কোরআন শরীফ।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অলৌকিক ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ আলোচিত হয়েছে। অনেকে ছবিটিকে ফেসবুক পেজে শেয়ার এবং ছবি তুলে সংরক্ষণ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা যখন উপরে উঠতে শুরু করে তখন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, আলমারি, চেয়ার টেবিল, চালের ড্রাম, স্বর্ণ, নগদ টাকা, ইলেট্রনিক্স সামগ্রি ও অন্যান্য মালামালসহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু এতে অক্ষত থাকে আল্লাহর পবিত্র কোরআন শরীফ। কোরআন শরিফের চারদিকে কিছুটা ক্ষতি হলেও পুরো কোরআন শরিফের অক্ষরগুলো অক্ষত থেকে যায়।
বাড়ির মালিক মীর জাহান মিয়া বলেন, এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, চাউল,
আসবাদপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে অন্ত:ত ৭ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়। কোরআন শরীফটি অক্ষত অবস্থায় থাকে। এটা মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানী। আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার মোঃমনিম সারোয়ার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।খবর পেয়ে দ্রুত ছুটে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আদিত্ব্য কামাল,জ্যেষ্ঠ প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় হালাল বেকারি অ্যান্ড সুইটস নামে একটি বেকারির পাউরুটিতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়ায় উৎপাদন বন্ধ ঘোষণা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক হালাল বেকারিকে পাউরুটি তৈরি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে শুক্রবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।
তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের নভেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাঁচটি বেকারি থেকে পাউরুটির নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়৷ এরমধ্যে কাউতুলীর হালাল বেকারি অ্যান্ড সুইটস নামের একটি বেকারির পাউরুটিতে নমুনা পরীক্ষায় মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি নিশ্চিত হয়। এ ঘটনায় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি সিদ্ধান্ত মোতাবেক হালাল বেকারির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা হয়। পাশাপাশি হালাল বেকারিকে পাউরুটি তৈরি বন্ধ রাখতে নোটিশ পাঠানো হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্বোত্তর ভারতের সঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস, বন্দরের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের বরাত দিয়ে ওই ব্যবসায়ী নেতা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের আগেই জানানো হয়।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উপলক্ষ্যে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল শুক্রবারও পূর্বোত্তর ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন কুমার দাস জানান, আমদানি বন্ধ থাকলেও ওই দুদিন বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।