ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের  মনোনয়নপত্র জমা দিলেন ডা: আশীষ

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 7 October 2023, 559 Views,
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা: আশীষ কুমার চক্রবর্তী। শনিবার (৭ অক্টোবর ) ধানমন্ডিতে অবস্থিত আওয়ামীলীগ কার্যালয়ে ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ কে নিয়ে ডা: আশীষ কুমার চক্রবর্তী স্বপ্ন দেখেন। তার স্বপ্ন সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে একটা রোল মডেল হিসেবে জাতির কাছে উপহার দেয়া।
উল্লেখ্য ডা, আশীষ কুমার চক্রবর্তী দীর্ঘদিন ধরে, সরাইল ও আশুগঞ্জের শিক্ষা ও স্বাস্থ্য উভয়ক্ষেত্রে উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি তার বাবার নামে সরাইল ও আশুগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য  আশুতোষ চক্রবর্তী স্বারক শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন। তিনি তাঁর নির্বাচনী এলাকায়  জনসংযোগের পাশাপাশি সরাইল ও আশুগঞ্জের সর্বসাধারণের  জন্য ফ্রি স্পেশালাইজড মেডিকেল ক্যাম্প চলমান রয়েছে।