সরাইলে প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 3 October 2023, 634 Views,
সরাইল,রুবেল মিয়া 

থেমে যাবে না, তোমার পড়ালেখা’ শ্লোগান কে সামনে রেখে সরাইলে  ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশের নিজস্ব অর্থায়নে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়নের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠা‌নের দরিদ্র ও মেধাবী ২৭ জন শিক্ষার্থীকে (৩ হাজার টাকা) শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।ইঞ্জিনিয়ার  আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) এর উদ্যোগে শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ায় তার পিতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বিল্লাল এর বাড়ি প্রাঙ্গণে এ শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সরাইল পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত “প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) শিক্ষা বৃত্তি- ২০২৩ ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মান বদ্ধর্ন পাল, এতে স্বাগত বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ।এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম (মানিক), কালীকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনষ্টিটিউট এর শিক্ষিকা নাজমা বেগম, নোয়াগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদ হোসেন, গুনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান রওশন আরা লাকী প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু।স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ বলেন-  আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন  দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কন্যাণে কাজ করতে পারি।ইঞ্জিনিয়ার  আবু শামীম মোহাম্মদ পিয়ার (পলাশ) তার নিজস্ব অর্থায়নে  শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি  চালু করায় বক্তারা তার প্রশংসা করেন।