ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 16 September 2023, 615 Views,
হালিমা খানম, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির অফিস উদ্বোধন দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৬ই সেপ্টেম্বর বিকেলে শহরের টি এ রোড এর হান্নান ম্যানশনের ৪র্থ তালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির অফিস উদ্ভোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধনি অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ জামাল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেত্রীর মুখ্যপাত্র কাজী মামুনুর রশিদ। এ সময় জেলা জাতীয় পার্টি সদস্য সচিব এড. হেলাল উদ্দিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. ফিরুজ মিয়া, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারাণ সম্পাদক ছৈয়দ মোকাব্বের, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম শফিক, নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এড. শাহলম, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির, সাধারণ সম্পাদক মো. আনোয়ার, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সায়েফ আলি খান সহ আরো অনেক নেতৃবৃন্দ।