চুন্টা ইউনিয়ন জাসাস এর নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে র‍্যালী  

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 12 September 2023, 674 Views,
মো.রুবেল মিয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সদ্য গঠিত চুন্টা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে চুন্টা ইউনিয়ন জাসাস এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ কে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে চুন্টা বাজার এলাকায় এক র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে চুন্টা বাজারের  শেনবাড়ি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়৷
চুন্টা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তারু মিয়া সর্দার  সভাপতিত্বে ও চুন্টা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুজ্জামান লস্কর তপু৷এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা জাসাসের আহ্বায়ক রিপন ঠাকুর।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক সাইমন ইসলাম রুমান,  উপজেলা জাসাসের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন লস্কর ও সদস্য সচিব মীর ওয়ালীদ, চুন্টা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, নোয়াগাও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম, চুন্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক মো. জিয়া মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ছিন মিয়া, চুন্টা ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আকাইদ মিয়া ও সদস্য সচিব মো. উজ্জল মিয়া, চুন্টা ইউনিয়ন  ছাত্রদলের সভাপতি মো. মাহবুব মিয়া, চুন্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল কালাম, চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. কবির হোসেন, নোয়াগাও যুবদলের যুগ্ম-আহ্বায়ক  মো. বাবুল মিয়া যুগ্ম-আহ্বায়ক ইকরাম হোসেন, অরুয়াইল ইউনিয়ন জাসাসের আহ্বায়ক আমির হোসেন দুর্জয়ও সদস্য সচিব মো. নবী হোসেন।
উল্লেখ্য, সম্প্রতি গত ৪ সেপ্টেম্বর চুন্টা ইউনিয়ন জাসাস এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে  জুবাইদুর রহমান খোকন কে আহ্বায়ক ও ইব্রাহিম মিয়া সদস্য সচিব মনোনীত করা হয়েছে।