নবীনগরে খেলতে গিয়ে প্রাণ হারাল ২ শিশু

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 10 September 2023, 788 Views,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লাউর ফতেহ্পুর ইউনিয়নের বাড়ীখলা দক্ষিণপাড়ায় বাড়ির পাশে শনিবার পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত রাইসা মনি (৫) ও মাইসা মনি (৪) ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, বাড়িতে মা কাজে ব্যস্ত থাকার সময় ওই দুই শিশু পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।