কসবায় ১২৫ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 10 September 2023, 594 Views,
শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোরে ১২৫ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম। পুলিশের উদ্ধৃতি থেকে জানা যায়, কসবা থানার ৯নং কায়েমপুর ইউনিয়নের জাজিসার উত্তরপাড়া মোঃ সুমন মিয়ার ভিটে পাকা চারচালা টিনের ঘরের উত্তর পাশে কক্ষের খাটের দক্ষিন পাশের খালি জায়গা থেকে আটককৃত আসামী মোসাঃ খাদিজা আক্তার স্বপ্না (২১) স্বামী মোঃ সুমন মিয়া (পলাতক) ও মোঃ রবিউল হাসান (২২) পিতা আব্দুল সাত্তার উভয় গ্রাম জাজিসার উত্তরপাড়া, থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তাদের হেফাজত থেকে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পি পি এম) বলেন, মাদকসহ আটকৃত আসামীদের বিরুদ্ধে এবং মাদক উদ্ধার করার সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, মাদক কারবারীদের কোন আপস কিংবা ছাড় নয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনাসহ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।