জুয়েল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে সফিনূর ওরফে সফিক (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর রহমান ও ফয়জুর রহমান নামে দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফিক বাঘাউড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে এবং তিনি শিবপুর বাজারের কাপড় বিক্রেতা। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন আগে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অলেক শা-এর ওরশে সফিকের ছোট ভাই রুবেলকে মারধর করেন বাঘাউড়া গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান। মঙ্গলবার রাতে রুবেলের বড় ভাই সফিক প্রতিপক্ষের ফয়জুর রহমানকে ওই ঘটনা জিজ্ঞেস করতে গেলে ফয়জুর ও তার বড় ভাই কসাই আবদুর রহমানসহ বাড়ির লোকজন সফিক এর ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করেন। খবর পেয়ে রুবেল ও তাদের পক্ষের লোকজন সেখানে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুর রহমান ও ফয়জুর আহত হন। তাদেরকে নবীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ প্রহরায় চিকিৎসা চলছে। এছাড়া রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৯টায় সফিককে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং দুইজনকে আটকসহ সফিককে কুপিয়ে হত্যা করার রক্তমাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সকালে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় (১১তম) জনপ্রিয় জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বহুমুখী প্রতিভার অধিকারী তরুণ সংবাদিক, সংস্কৃতিকর্মী, কবি ও কন্ঠশিল্পী শাহাদাত হোসেন সোহেল আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে তার কাজের মূল্যায়ন স্বরূপ সেরা প্রতিনিধির পুরস্কার লাভ করেছেন।
শনিবার (২৫ নভেম্বর) রাজধানী ঢাকার বাংলা মোটরে অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ের হলরুমের ৪র্থ তলায় সকল জেলা প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানে কাজের স্বীকৃতি স্বরূপ আজকের বিজনেস বাংলাদেশের সম্পাদক সাবেক ছাত্রনেতা ও তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান বাবু তার হাতে এই পুরস্কার তুলে দেন।
বহুমুখী প্রতিভার অধিকারী সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল ১৯৮৪ সালের ৩১ শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর ইউনিয়নের অন্তর্গত ভাতুরিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তার পুরো পরিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়িয়ার বাসিন্দা হিসেবে বসবাস করছেন। বাবা সার্জেন্ট মোঃ আল শরীফ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা হওয়ায় ছাত্র জীবনের বেশিরভাগ সময় কেটেছে তার দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে।শিক্ষাজীবনে তিনি নোয়াঁগাও উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও আলীমউদ্দিন জোবেদা অনার্স কলেজে অধ্যায়ন করেন। তরুণ সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল খুব ছোট বেলা থেকেই খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সংগীত চর্চার পাশাপাশি কবিতা, গান, ছড়া ও গল্প লিখায় চমৎকার পারদর্শী। এর সুবাদে তিনি ২০০৭ সালে বেসরকারি চ্যানেল এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘ক্লোজআপ -ওয়ান’ ও পরবর্তীতে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেরা কন্ঠে’ অংশগ্রহণ করেন। বর্তমানে তার লিখা প্রকাশিত ও অপ্রকাশিত অসংখ্য মৌলিক গান ও ছড়া, কবিতার পাশাপাশি ইতিমধ্যে বাংলা একাডেমির আয়োজিত ২১ শে বইমেলায় তার লিখা ‘তিতাস পাড়ের ছেলে’ ও ওপার বাংলার বইমেলায় স্বনামধন্য মৌমিতা প্রকাশনী থেকে প্রকাশিত ‘একশো বছর বাঁচতে চাই’ নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
এছাড়া ছোট বাচ্চাদের নিয়ে তার ক্ষুদ্র প্রয়াস ‘ছড়া খাতা ভরা’ নামে একটি ছড়ার বইয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া বলা যায় তার মধ্যে বসত করে আপাদমস্তক ও নিরবিচ্ছিন্ন এক সাংগঠনিক প্রাণ। সাংগঠনিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ইচ্ছা শক্তি ও চেষ্টার ফলস্বরূপ তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদ ও ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর বাইরেও নিয়মিত তার লিখালিখি ও সংস্কৃতি চর্চাকে আরো বেশি বেগবান করতে কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর সহ-সভাপতি হিসেবে যুক্ত আছেন।
শাহাদাত হোসেন সোহেল সেরা প্রতিনিধির পুরস্কার পাওয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে তার পত্রিকার সম্পাদকসহ এর সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কলাকৌশলী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, যে কোন প্রাপ্তিই অনেক বেশি আনন্দের। ভালো কাজ ও পরিশ্রম সব সময়ই আপনার জন্য ভালো সুফল বয়ে আনে। আমি চলার পথে চলতে গিয়ে এব্যাপারে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। আমি প্রতিনিয়তই শিখি এবং শিখার চেষ্টা করি আপনারা আমার পাশে থেকে সহযোগীতা করবেন। তবে এ প্রাপ্তি আমাকে কাজের ক্ষেত্রে আরো বেশি উৎসাহিত করতে ও দায়িত্বশীল করে গড়ে তুলতে সাহায্য করবে। মহান আল্লাহ তায়ালা দেশকে ভালোবেসে এই দেশ মাতৃকা ও মানুষের কল্যাণে আমাদের ছোট কিংবা বড় সবাইকেই সকলের জায়গা থেকে ভালো কিছু করার তৌফিক দান করুন। এবং এতেই পরম তৃপ্তি।
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. হোসেন-(৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত হোসেন হবিগঞ্জ জেলার শ্রীমঙ্গল উপজেলার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, সকালে জালালপুর গ্রামের একটি পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ জানান, মৃতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নাবিলা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এই গৃহবধূ মারা যায়। পরে মৃত্যুর কথা শুনে শ্বাশড়ি সহ পরিবারের লোকজন পালিয়ে যায়।
নাবিলা আক্তার সদর উপজেলা বুধল ইউনিয়ন বেতবাড়িয়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে৷
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ বছর আগে নাবিলাকে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়পুকুর পাড় গ্রামের সৌদি প্রবাসী সুজন মিয়ার কাছে পারিবারিক ভাবে বিয়ে দেন। বিয়ের কিছুদিন পর নাবিলার বাবা বাবুল মিয়া নিজের টাকা দিয়ে সুজনকে সৌদি আরবে পাঠান। বিদেশ গিয়ে তার বড়ভাই উসমানের কাছ থেকে একটা জায়গা কিনেন সুজন। এরপর থেকে এ জায়গা নিয়ে শ্বাশুড়ি, দেবরদের সাথে ঝগড়া হতো নাবিলার। আজকে একরকম ঘটনা ঘটে। পরে তাদের সাথে অভিমান করে কেঁরি পোকা মারার ট্যাবলেট খেয়ে আত্মহত্যা চেষ্টা করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিলা মারা যায়। পরে লাশ হাসপাতালের ট্রলির ওপর রেখে শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক : কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’ এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় ‘জনতার খবর’ এর কার্যালয়ে এক সাধারণ সভায় তিতাস হুমায়ূনকে সভাপতি ও আব্দুল মতিন শিপনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, ফাহিম মুনতাসির -সিনিয়র সহ-সভাপতি, ইফতাখারুল হক সোহান- সহ-সভাপতি, আদিত্ব্য কামাল- সহ-সভাপতি, যোবায়ের রহমান অন্তর, কোহিনূর আক্তার প্রিয়া – সহ-সভাপতি, শাহাদাত হোসেন সোহেল – সহ-সভাপতি, এমএম ইকরাম – সহ-সভাপতি, শরিফ উদ্দিন – সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত ভূঁইয়া জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল হাসান, সহ-সম্পাদক ইকরাম হোসেন, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক – মুস্তাকিম সিকদার মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএফ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক রূপম ধর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিউর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক জুয়েনা বিনোদীনি, সংস্কৃতি সম্পাদক আরিফুল উসমান, কার্যকরী সদস্য সুমন সাহা, গাজী তানবীর কার্যকরী সদস্য, মিজান সরকার কার্যকরী সদস্য।
আগামী ২০২৩-২৪ ইংরেজি সাল পর্যন্ত এ কমিটি বলবত থাকবে।