ব্রাহ্মণবাড়িয়ায় ‘রামঠাকুর’ আশ্রমের সামনে দুর্ধর্ষ ছিনতাই

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2023, 834 Views,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরে এক নারী দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় শহরের পূর্ব পাইকপাড়ার রাম ঠাকুর আশ্রমের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার প্রতিমা দেবনাথ পাইকপাড়ার গগন সাহা রোডের দুর্গা ভবনের বাসিন্দা। এ ঘটনার পর এলাকায় ছিনতাই আতংক দেখা দিয়েছে।
ছিনতাইয়ের শিকার প্রতিমা দেবনাথ জানান, তার ছেলে নির্জন দেবনাথকে প্রাইভেট পড়াতে রামঠাকুর আশ্রমের গেইটের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় এক ছিনতাইকারী তাদের পেছন থেকে এসে গলা থেকে দুটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তার কিশোর ছেলে ছিনতাইকারী ঝাপটে ধরলে তাকে কিল ঘুষি দিয়ে জুতা ফেলে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, ছিনিয়ে নেয়া দুটি সোনার চেইনের ওজন পৌনে দুই ভরি। বিষয়টি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে জানানো হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্যে শহর ১নং ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেয়া হয়েছে।ছিনতাইকারীকে ধরতে এবং ছিনিয়ে নেয়া সোনার চেইন উদ্বার করতে অভিযান শুরু করা হয়েছে।