সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন আতাউর রহমান শাহিন

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2023, 937 Views,

নিজস্ব প্রতিবেদক : ‘স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আতাউর রহমান ভূঁইয়া শাহিন।

শুক্রবার (২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুরাতন জেলাখানা ১ নং পুলিশ ফাঁড়ি মাঠে সংগঠনের কার্ণধার অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের জননী বলে খ্যাত কোহিনূর আক্তার প্রিয়া’র সার্বিক তত্ত্বাবধানে প্রায় পঞ্চাশেক অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মোরগ পুলাও বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল, বিশিষ্ট গিটারিস্ট ও চিত্র শিল্পী ইমতিয়ারুল হুদা উচ্ছাস, তুফলিফুল মিয়া ও সিরাত আহমেদ প্রমুখ।