তাসনিয়া কাইয়ূম জ্যোতি’র জন্মদিন উদযাপিত

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 19 July 2023, 1047 Views,

নিজস্ব প্রতিবেদক : তাসনিয়া কাইয়ূম জ্যোতি’র শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৯ জুলাই) রাত ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া’র একটি অভিজাত রেস্টুরেন্টে কেককাটা ও প্রীতিভোজ এর আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তাসনিয়া কাইয়ূম জ্যোতি’র মাতা রোকেয়া খাঁন সাবেক মহিলা কাউন্সিলর, আদিত্ব্য কামাল সম্পাদক জনতার খবর, সাংবাদিক জুয়েল ও স্ত্রী মিম, জিন্নাত নারজিয়া স্নিগ্ধা, জুয়েল দেব বিশিষ্ট ব্যবসায়ী, মো. সুমন আহমেদ, আব্দুল্লাহ্ আল মামুন, সাকিল আহমেদ, সারা, মাহি, নওসিন, নিলয়, খাদিজা প্রমুখ।