প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেন চালু ও যাত্রাবিরতির দাবি

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 15 July 2023, 908 Views,
নিউজ ডেস্ক : ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে নতুন ট্রেন সার্ভিস চালু, আন্তঃনগর বিজয় ও কালনী এক্সেপ্রেসের ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি ও বিদ্যমান ট্রেনসমূহের আসন সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের আয়োজনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধের কর্মসূচী ঘোষণা করা হয়। শনিবার সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি, বিশিষ্ট কবি ও গীতিকার দেওয়ান মারুফ, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরাইরা, সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী, জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহিন, ডাক্তার ইলিয়াস আহমেদ মিঠু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, আয়কর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. উত্তম কুমার দাস, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন স্বপন, জেলা যুবলীগের নেতা এমরান হোসেন মাসুদ, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, আবরণী নির্বাহী পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ, সাংবাদিক আজিজুর রহমান পায়েল প্রমূখ।