ডা. মুনা ও ডা.শাহজাদীর মুক্তির দাবিতে ওজিএসবি ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী শাখার প্রতিবাদ

Adithay Kamal ব্রাহ্মণবাড়িয়া, 26 June 2023, 956 Views,
হালিমা খানম : ভুল চিকিৎসা, এক নারীর জীবন ঝুঁকিতে ফেলা ও নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার হওয়া ঢাকা সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ ওজিএসবি ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী শাখা।
২০ জুন জারি করা বিবৃতিতে ওজিএসবি সভাপতি ডা. ফৌজিয়া আখতার এবং সাধারণ সম্পাদক ডা.অসিম কুমার সাহা দুই চিকিৎসকের গ্রেপ্তারে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অভিযোগগুলো যাচাই না করেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অবস্ট্রেটিক্যাল এন্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী  শাখার পক্ষ থেকে রাজধানী ধানমন্ডিস্থ বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে বাচ্চা প্রসব করতে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবা রহমান আখিঁ ও তার নবজাতক বাচ্চার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। প্রসবজনিত কারনে আর একটিও যাতে মাতৃমৃত্যু বা শিশুমৃত্যু না হয় এই বাংলাদেশে। সব প্রসব যেন হয় নিরাপদ। তবে একই সাথে এই প্রসব কে নিরাপদ রাখার জন্য যেসব চিকিৎসক আপ্রান চেষ্টা চালিয়েছেন অপারেশনজনিত জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাতের ঘুমকে হারাম করে হাসপাতালে ছুটে এসেছেন যেসব চিকিৎসক তাদের যেন অযথা হয়রানি আমরা না করি।স্বাস্থ্য ব্যবস্থাপনার অনিয়ম দেখার জন্য  নির্ধারিত সংস্থা বিএমডিসি কতৃর্ক কোনো রকম তদন্ত ছাড়াই এবং সেই তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার আগেই শুধু বাদী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে দুজন  কর্তব্যরত চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে গ্রেপ্তার করায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অভিযোগ প্রমানিত হবার আগেই এই ধরনের গ্রেফতার কোনোভাবেই কাম্য নয় তা স্পষ্টত-ই আইনবিরোধী।
চিকিৎসকরা কোনো দাগী আসামি নয় যে তাদেরকে হাজতে রেখে বিচার কাজ চালাতে হবে। পেনেল কোডের ধারা মোতাবেক এই ব্যাপারে চিকিৎসককে সুরক্ষাও দেওয়া হয়েছে।তাই ওজিএসবি ব্রাহ্মণবাড়িয়া-নরসিংদী ব্রাঞ্জ গ্রেফতারকৃত দুই ডাক্তারকে অবিলম্বে মুক্তির দাবি করছে। এই ব্যাপারে বিএমডিসি, কেন্দ্রীয় ওজিএসবি, কেন্দ্রীয় বিএমএ সহ অন্যান্য চিকিৎসক হস্তক্ষেপ কামনা করছে। অবিলম্বে গ্রেপ্তারকৃত চিকিৎসকদের মুক্তি দাবি করেন তারা।