ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত

Dainikpatrika আন্তর্জাতিক, 22 June 2023, 767 Views,

 

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন রুশ কর্মকর্তা বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।  এই সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে। যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে। ক্রিমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্ণর সার্গেই আকসিনভ টেলিগ্রামে বলেছেন, রাতে সেতুতে হামলা চালানো হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে।

সূত্রঃ বাসস