স্বত্ব © 2025 দৈনিক পত্রিকা |
সম্পাদক ও প্রকাশক: উবায়দুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জুয়েল মিয়া প্রতিষ্ঠাতা: পি বা লিজন।সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়- পাইকপাড়া,লোকনাথ দিঘীর পাড়,পৌর কমিউনিটি সেন্টার ২য় তলা, ব্রাহ্মণবাড়িয়া।দৈনিক পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্তৃক নিবন্ধনের জন্য প্রক্রিয়া দিন।newsdainikpatrika@gmail.com মোবাইল নাম্বার 01751406352,01715958768
আদিত্ব্য কামাল
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্যে হিমসাগর আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্যে ৫০০ কেজি হিমসাগর আম উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় ৫টি পিকআপ ও কাভার্ডভ্যানে এই আম গুলো পাঠানো হয়। সীমান্তের শুন্যরেখায় আম গুলো গ্রহণ করেন ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন। আগরতলাস্থল বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন,ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের মানুষের যে আত্মার যোগাযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটারই একটি বড় উদাহরণ আমাদের এই নিয়মিত উপহার বিনিময়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই এটা করে থাকেন। এ বছরও করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর এই উপহার যথাযথভাবে পৌঁছে দেয়া হবে। এ সময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মো. আল-আমিন, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া ও এএসআই দেওয়ান মুর্শেদুল হক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক
সুজাতা আজিমকে বাড়ির দলিল হস্তান্তর করেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান
অবিভক্ত ভারতের রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিমকে বাড়ি উপহার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সুজাতাই একটি স্থায়ী আবাসনের আবেদন করেছিলেন, এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার (১৩ জুন) সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দলিল হস্তান্তর করা হয়।একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী সুজাতা আজিম বনশ্রীর একটি ভাড়া বাসায় জীবন যাপন করছিলেন। স্থায়ী আবাসনের বিষয়ে তিনি ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।পরে সুজাতার আবাসনের জন্য একটি বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশাসন ওয়ারীর লালচান মকিম লেনের ৪৩, ৪৩/২, ৪৩/৩ নম্বর সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে আবাসনের জন্য সুজাতাকে জমিসহ বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সপরিবার চিত্রনায়িকা সুজাতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী, জ্ঞানী ও বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন সব সময় কাজ করে। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলো সদস্যদের জন্য উদ্ধার করা খাসজমি বা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।
সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। সূত্রঃ কালের কণ্ঠ
জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বসতবাড়ি থেকে ৩০কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার সময় উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোবারক উরফে ইদন। তিনি সেনারবাদী গ্রামের মো: জাহার মিয়ার ছেলে । পুলিশ জানান, মোবারক প্রকাশ ইদন এর মালিকানাধীন একচালা টিনের ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আসাদুল ইসলামের নেতৃত্বে, এস.আই, মোবারক আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামের মোঃ জাহার মিয়ার ছেলে মোঃ মোবারক প্রকাশ ইদন এর বসতবাড়ি থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। মাদক বিরোধী পুলিশের এই অভিযান চলমান থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে পুলিশ বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে
বিনোদন ডেস্ক: অতিশীঘ্রই জনপ্রিয় সংগীত শিল্পী সারোয়ার মাহিনের কণ্ঠে, কবি ও গীতিকার এস এম শাহনূরের লেখা পল্লী সংগীত “তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে” ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছে, মাটির সুর স্টুডিও’র কর্ণধার সারোয়ার মাহিন।
কবি পি বি শেলি বলেছিলেন, (Our sweetest songs are those that tell of saddest thoughts) “আমাদের করুণতম কান্না থেকেই মধুরতম সংগীতের সৃষ্টি।” ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণের নদী তিতাস। যে নদীর কথা অদ্বৈত মল্লবর্মনের উপন্যাসে, কবি আল মাহমুদের কবিতায় শিল্পীত রূপে পাঠকের কাছে নন্দিত হয়েছে। সময়ের আলোচিত কবি ও বহুমাত্রিক লেখক এস এম শাহনূরের কবিতা ও গানে তিতাসের সেই অধরা রূপ আবারো পাঠকের কাছে চাঁদের আলোর মত ঝলমল রূপে ধরা দিয়েছে। নিজ জেলার নদী, বিল-ঝিল, সবুজ শ্যামলিমার ছবি তাঁর লেখায় বারবার ফোটে ওঠেছে। আঞ্চলিক ইতিহাস গবেষণা ও কবিতার পাশাপাশি তিনি লিখেছেন বহু আধুনিক গান, ইসলামি সংগীত। লিখেছেন দেশের গান। আধুনিক ফোক ও পল্লী গীতি। এবার মন উজাড় করে আবেগে আপ্লূত হয়ে লিখেছেন একটি পল্লী সংগীত: তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে। জনপ্রিয় সংগীত শিল্পী সারোয়ার মাহিনের কণ্ঠে গাওয়া চমৎকার সুরের ধারণাটিও গীতিকার থেকেই উৎসারিত। যা যেকোনো শ্রোতাকেই আকৃষ্ট করবে। মাটির সুর স্টুডিও প্রযোজিত এ গানের রেকর্ডিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে চলছে তিতাসের তীরে ভিডিও/ নৈসর্গিক দৃশ্য ধারণ ও এডিটিং এর চূড়ান্ত কাজ।
বিজ্ঞান কিংবা ভার্চ্যুয়াল আমাদের দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। চরম অস্থিরতার এ সময়ে “তিতাস নদীর পাড়ে / মন থাকে পড়ে” এই পল্লী সংগীত ক্ষণিকের জন্য হলেও আপনাকে কল্পনার জগতে আবেগে আপ্লূত করবে বলে বিশ্বাস।
হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে পূর্বোত্তর ভারতের সঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস, বন্দরের দাপ্তরিক কার্যক্রম এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেবের বরাত দিয়ে ওই ব্যবসায়ী নেতা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি বাংলাদেশের আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেতাদের আগেই জানানো হয়।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা উপলক্ষ্যে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল শুক্রবারও পূর্বোত্তর ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ স্বপন কুমার দাস জানান, আমদানি বন্ধ থাকলেও ওই দুদিন বন্দর দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
নিজস্ব প্রতিবেদক
বিগ বস মানেই বলিউড সুপারস্টার সালমান খানের ঘর। বিগত এক দশক ধরে শো’টির প্রধান হিসেবে একটি নামই সকলের মুখে মুখে। তিনি সালমান খান। তিনিই বিগ বস। তাকে ছাড়া বিগ বস কল্পনাই করা যায় না। তবে এবার ওটিটিতে শুরু হতে যাচ্ছে শো’টির নতুন সিজন। আর একের পর এক চমক থাকছে এবারের মৌসুমে। ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দিতে কোনোরকম ত্রুটি রাখছেন না নির্মাতারা। সেই প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। জানা গেছে, এই রিয়্যালিটি শোয়ের নতুন সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাবে প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফাকে! শোনা যাচ্ছে, ইতিমধ্যেই এই রিয়ালিটি শোতে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে সাবেক পর্ণ তারকা মিয়া খলিফাকে। শুধু মিয়াই নন, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকেও এই অনুষ্ঠানে চাইছেন নির্মাতারা। এখনও পর্যন্ত যদিও এই গুঞ্জনের সত্যতা মেলেনি। তবে এই দুই তারকার উপস্থিতি যে শোয়ের জনপ্রিয়তা বাড়িয়ে দেবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই প্রথম নয়। অতীতেও প্রাক্তন পর্ন তারকা সানি লিওনকে দেখা গিয়েছিল ‘বিগ বস’-এ। এই অনুষ্ঠানের হাত ধরেই বলিউডে পা রাখেন সানি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরবর্তীতে একের পর এক সিনেমায় কাজ করেন তিনি। পর্ন তারকা ড্যানি ডি-এরও এই অনুষ্ঠানে অংশগ্রহণের গুঞ্জন শোনা গেছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে মিয়া খলিফার আসার গুঞ্জনে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে শো’টির ভক্তদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে জানাচ্ছেন, মিয়া খলিফার উপস্থিতি বিগ বসের জনপ্রিয়তা আরো বাড়াবে। সেই সঙ্গে শো’টির এই সিজন হবে বিগত সময়ের মধ্যে সবচেয়ে সেরা। ২০২১ সাল থেকে শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’। এবার ওটিটিতে দ্বিতীয় সিজন আয়োজিত হতে যাচ্ছে। প্রথমবার বিগবস ওটিটি সিজনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন করণ জোহর। এবার সালমান খান তার নিজের ঘরে ফিরছেন। এবার ওটিটির সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন ভাইজান। এর মাধ্যমে ওটিটি প্লাটফর্মে অভিষেক হতে যাচ্ছে সালমান খানের।
কালের কণ্ঠ থেকে নেওয়া সূত্র : ইন্ডিয়া টুডে