কামরাঙ্গীর চরের লোহারপুলের জায়গায় হবে ‘মেয়র শেখ তাপস সেতু’

Dainikpatrika বিনোদন, 13 June 2023, 914 Views,

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার দুটি পার্কের নামকরণ হয়েছে শেখ রাসেলের নামে। 

ঢাকার কামরাঙ্গীর চরের লোহারপুলের জায়গায় নির্মিতব্য ছয় লেনের নতুন সেতুর নামকরণ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে। মঙ্গলবার সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে বলা হয়েছে, নির্মিতব্য সেতুটি ‘মেয়র শেখ তাপস সেতু’ নামে পরিচিত হবে। একই আদেশে দক্ষিণ সিটির আরও তিনটি অবকাঠামোর নামকরণ হয়েছে। এর মধ্যে ১৭ নম্বর ওয়ার্ডে কলাবাগান মাঠ সংলগ্ন পার্কের নাম দেওয়া হয়েছে ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগান’। ৪৮ নম্বর ওয়ার্ডে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন পার্কের নাম হয়েছে ‘শহীদ শেখ রাসেল পার্ক, যাত্রাবাড়ী’। আর ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টার এর নাম হবে ‘বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’। আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনের সকল বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট বিভাগীয় রেকর্ডপত্রে নতুন নাম ব্যবহারের বিষয়টি নিশ্চিত করবেন। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নামফলক লাগানোর ব্যবস্থা নেবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্রঃ বিডি নিউজ টোয়েন্টিফোর।