চাপ এড়াতে বার্সায় যোগ দেননি মেসি: জাভি  

Dainikpatrika খেলা, 9 June 2023, 632 Views,

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ সকারের লিগের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। মেসি চাপ এড়ানোর জন্যই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বলে মনে করেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং সার্ভিস টুইচে জাভি বলেন, ‘পিএসজিতে এই দুটি বছর তার ভালো কাটেনি এবং এখন সে সেই ধরনের চাপ আর নিতে চায় না। এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতিও আমাদের সাহায্য করেনি। তবে এটা লিওর সিদ্ধান্ত এবং আমাদেরকে তা সম্মান করতে হবে, সে ইতিহাসের সেরা। বার্সেলোনায় ফিরলে মেসির ওপর চাপ আরও বাড়তো বলে মনে করেন জাভি। তিনি আরও বলেন, ‘অনেক সময় এমন ঘটে যে আপনি কোনো কিছু চান কিন্তু পরিস্থিতি আপনাকে সাহায্য করে না। সে খুব ভালোভাবে সবকিছু ব্যাখ্যা করেছে। সে তার ওপর থাকা চাপ কমাতে চায় এবং যদি সে এখানে ফিরত, তাহলে তার জন্য চাপ বেড়ে দশে দশ হয়ে যেত। সূত্রঃ ইত্তেফাক