বাস স্টপে গাড়ির ধাক্কায় ৭ জনের মৃত্যু 

Dainikpatrika আন্তর্জাতিক, 8 May 2023, 919 Views,

ওয়াশিংটন, ৮ মে: বাস স্টপে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে ধাক্কা মারল একটি গাড়ি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজনের। জখম বহু। দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ টেক্সাসের ব্রাউন্সভাইল শহরে। পুলিশ এটিকে দুর্ঘটনা বলে জানালেও প্রত্যক্ষদর্শীরা তা মানতে নারাজ। তাঁদের দাবি ওই গাড়ির চালক ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটিয়েছেন। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই গাড়ির চালককে। পুলিশ জানিয়েছে, রবিবার দক্ষিণ টেক্সাসের ব্রাউন্সভাইল শহরে একটি উদ্বাস্তু সহায়তা কেন্দ্রের বাইরে ফুটপাতের উপর বাস স্টপে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। অভিযোগ, তখনই দ্রুত গতিতে একটি গাড়ি এসে বাস স্ট্যান্ডে থাকা সাধারণ মানুষদের সজোরে ধাক্কা মারে। সেই ঘটনার জেরে মৃত্যু হয় সাতজনের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।