কংগ্রেস বিজিবি তীব্র লড়াই কর্ণাটক নির্বাচনে।

Dainikpatrika আন্তর্জাতিক, 8 May 2023, 906 Views,
গত মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে কর্ণাটকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সঙ্ঘ পরিবারের সংগঠন বজরং দল এবং কট্টরপন্থী মুসলিম সংগঠন পিএফআইয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার পর থেকেই ওই প্রসঙ্গে ধারাবাহিভাবে কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিটি সভায় নিয়ম করে ‘জয় বজরংবলী’ স্লোগান দিয়ে বক্তৃতা শুরু করেছেন।কংগ্রেসের অভিযোগ, হার বাঁচাতে মরিয়া মোদি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’র প্রসঙ্গ তুলেছেন। প্রচারের শেষ পর্বে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নাম করে দেশবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তি ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর সঙ্গে কংগ্রেসের ‘যোগসূত্র’র অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্যে ভোটের প্রচারে বার বার প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে।সাধারণভাবে কর্ণাটকে নির্বাচনে রাজনৈতিক সহিংসতার অভিযোগ বিশেষ ওঠে না। কিন্তু ভোট কিনতে টাকা এবং মদ বিলির অভিযোগ মেলে ভূরি ভূরি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের নির্দেশে গত সপ্তাহ থেকে গোয়াসহ কয়েকটি পড়শি রাজ্যে কর্ণাটক সীমান্তবর্তী জেলাগুলোতে মদের দোকান বন্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে। পাশাপাশি নিয়ম করে রাস্তাগুলোতে ‘নাকা তল্লাশি’ অভিযান চলছে। এ পর্যন্ত ধারাবাহিক অভিযানে হিসাববহির্ভূত ৩৭৫ কোটি রুপি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কমিশন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা