মাদার রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০ পরিবারে মধ্যে ১০ লহ্ম টাকা মূল্যের ত্রান সামগ্রী বিতরণ।

Dainikpatrika জেলার সংবাদ, 21 March 2023, 944 Views,

  জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

 

ইসলাম ধর্মের মূল কাজ হলো পাঁচটি,কালেমা,নামাজ, রোজা,হজ্ব,যাকাত এর মধ্যে রমজান হলো একটি তাই এই মাসটি হলো অনেক গুরুত্বপূর্ণ মাস,আল্লাহ পাক এর ইবাদত করার জন্য । রমজান মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাদেকপুর ইউনিয়ন চিলোকূট গ্ৰামে মাদার রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চিলোকূট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব হাজী শামসূল হক চৌধুরী(নোয়াব মিয়া) পহ্ম থেকে ১০ লহ্ম টাকা মূল্যের ৪৫০ পরিবারের মাঝে,২৫কেজি চাল,২কেজি পিঁয়াজ,৫কেজি আলু,২কেজি ডাল,২লিটার তেল প্রত্যেক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিতি ছিলেন চিলিকূট গ্ৰামের হাজী শামসূল হক চৌধুরী (নোয়াব মিয়া)  বর্তমান ইউপি সদস্য জনাব মুক্তার চৌধুরী,উপস্থিতি ছিলেন চিলিকূট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজি জাহাঙ্গীর আলম, সার্জেন্ট (অব:) শামসুজ্জামান,ডাক্তার জহির হোসেন,ডাক্তার হামিদুল করিম জিল্লু মাস্টার,মোঃ ইসমাইল খান মাস্টার,আলাউদ্দীন মেম্বার সহ আরো অনেক বেক্তিগন উপস্থিতি ছিলেন । মাদার রাজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব আল মুমিন চৌধুরী বলেন মাদার রাজিয়া ফাউন্ডেশন আমি ও আমার ছোট ভাই আল মুনছুর চৌধুরী এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছি আমি হংকং প্রবাসী। মাদার রাজিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে ও আমার বাবার ব্যক্তিগত সহযোগিতায় করূনা থেকে শুরু করে আরও অনেক সহযোগিতা আমরা করেছি । এই রামজান মাসে আমার প্রয়াত মা এর জন্য আমার গ্ৰামের মানুষ আত্বীয় স্বজন বন্ধু মহল সবার কাছে আমি দোয়া কামনা করি  ।