সৌদি আরবে হেলাল ভুইয়ার জন্মদিন উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা

Dainikpatrika আন্তর্জাতিক, 16 February 2023, 1026 Views,

মুখলেছুর রহমান অভি:সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন ভুইয়ার জন্মদিন উপলক্ষে প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সন্ধ্যায় স্থানীয় সার্ক হোটেলে   আখাউড়া উপজেলা প্রবাসী যুবদলের সভাপতি রাজিবুল ইসলাম রাজিবের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে জন্মদিন পালন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন শামীম, সহ সভাপতি শেখ আব্দুল মান্নান, আল জুবাইল প্রাদেশিক বিএনপির সভাপতি সোহেল আরমান, পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি জালাল উদ্দীন মোল্লা,নুরুল হক পাটুয়ারি, নাসির সরদার, আব্দুস ছালাম, মহসিন খান,কাজি  নাজমুল, আমিনুল ইসলাম রাব্বি,নাজমুল হাসান সোহাগ , সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ  আল জুবাইল প্রাদেশিক বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এর আগে নেতৃবৃন্দ কেক কাটেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে হেলাল  উদ্দিন ভুইয়া বলেন, বিএনপি পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফেরত পাওয়া এবং বিএনপি চেয়ারপার্সন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে দেশ বিদেশে জনমত গঠন করতে হবে।